এমবাপ্পে, কাভানিদের ছাড়াই পিএসজির জয়
প্রকাশিত:
৩১ আগস্ট ২০১৯ ২১:৫১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: দলে নেই কিলিয়ান এমবাপ্পে, এডিনসন কাভানি বা নেইমারের মতো মূল তারকারা। তাতে অবশ্য জয় তুলে নিতে সমস্যা হয়নি প্যারিসের ক্লাব পিএসজির। লিগ ওয়ানে গতকাল শুক্রবার নতুন ক্লাব মেসকে হারিয়েছে টানা দুবারের চ্যাম্পিয়নরা।
প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ২-০ গোলে জয় পেয়েছে পিএসজি। দলের হয়ে জালের দেখা পেয়েছেন অ্যাঞ্জেল ডি মারিয়া ও এরিক মাক্সিম চুপো-মোটিং।
মেসের বিপক্ষে প্রথমার্ধেই দুই এগিয়ে যায় পিএসজি। ১১তম মিনিটে আর্জেন্টাইন মিডফিল্ডার ডি মারিয়ার স্পট কিকে প্রথম গোল আসে। দ্বিতীয় গোল আসে চুপো-মোটিংয়ের পা থেকে। চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে রেন।
চলতি লিগে নিমের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় রাউন্ডে রেনের কাছে ধাক্কা খায় পিএসজি। এরপর গত সপ্তাহে তুলুজের বিপক্ষে বড় ব্যবধানে জয়ে ফিরে তারা। কিন্তু জয়ের ম্যাচই কাল হয়ে বসে। ইনজুরিতে পড়েন এমবাপ্পে ও কাভানি। দুই তারকার কেউই পুরো ম্যাচটি খেলতে পারেননি। ম্যাচের প্রথমার্ধে ইনজুরিতে মাঠ ছাড়েন কাভানি। এরপর দ্বিতীয়ার্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ছন্দে থাকা এমবাপ্পে।
ম্যাচের একদিন পর গত সোমবার পিএসজির ওয়েবসাইটে এক বিবৃতিতে এমবাপ্পে-কাভানির চোটের বিষয়ে জানায় ফরাসি ক্লাবটি। পিএসজি জানায়, বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে এক মাসেরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে এমবাপ্পেকে। আর তিন সপ্তাহের আগে কাভানিকেও পাওয়ার সম্ভাবনা নেই।
ইনজুরির কারণে নিশ্চিতভাবে কপালে ভাঁজ পড়েছে পিএসজি কোচ থমাস তুখেলের। কেননা এমনিতেই নেই নেইমার। এবার ছিটকে গেলেন আরো দুই তারকা। তাতে পিএসজির আক্রমণ বিভাগ নিয়ে বেশ চিন্তায় পড়ে গেলেন নেইমারদের কোচ। পিএসজির হয়ে কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে সামনের দুটি ম্যাচ খেলতে পারবেন না কাভানি। অন্যদিকে সেপ্টেম্বরে হতে যাওয়া বেশ কিছু ম্যাচ মিস করতে যাচ্ছেন এমবাপ্পে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: