শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ


প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০১৯ ০৭:২৩

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৫:২৯

শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ

শেষ পর্যন্ত আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে সারাদিন মাঠ থেকে কভারটাও সরানো যাচ্ছিল না। শেষ বিকেলে মাত্র এক ঘণ্টা ২০ মিনিটের জন্য খেলার সুযোগ করে দিলো বৃষ্টি। খেলা হবে কেবল ১৮.৩ ওভার। হাতে ৪ উইকেট। সাকিব আল হাসান এবং সৌম্য সরকার। টাইগার ভক্তরা ভেবেছিল অনায়াসেই হয়তো এই কয়টা ওভার কাটিয়ে দিতে পারবেন সাকিব-সৌম্য। কিন্তু সকল ভক্তদেরকে হতাশায় ফেলে চট্টগ্রাম টেস্ট হারলো বাংলাদেশ।



২২৪ রানের স্মরণীয় এক জয় পেয়েছে আফগানিস্তান। আর এই জয়ে বিশ্ব রেকর্ড করে অস্ট্রেলিয়ার পাশে বসলো আফগানিস্তান। কারণ নিজেদের প্রথম তিন টেস্টে দু’টি জয় তুলে নেয়া দ্বিতীয় দল হিসেবে নাম লেখালো আফগানরা। রশিদ-নবীদের আগে টেস্ট ক্রিকেটের শুরুর দিকে এই বিশ্ব রেকর্ড গড়েছিলো অস্ট্রেলিয়া। নিজেদের প্রথম তিন টেস্টের দু’টিতেই জিতেছিল অসিরা।



আজ বাংলাদেশের হার যেন এমনিতেই অবধারিত ছিল। বৃষ্টি সেটাকে বিলম্বিতই করলো শুধু। শেষ বিকেলে ১৮.৩ ওভার খেলার সুযোগ করে দিলো বৃষ্টি। তাতেও হার এড়িয়ে নিজেদের বাঁচাতে পারলো না টাইগাররা। শেষ ব্যাটসম্যান হিসেবে সৌম্য সরকার আউট হওয়ার সঙ্গে সঙ্গেই হার নিশ্চিত হয়ে গেল আফগানিস্তানের কাছে একমাত্র টেস্টটি।



অথচ আফগানদের এটা মাত্র তৃতীয় টেস্ট, আর বাংলাদেশের ১১৫তম। কিন্তু চট্টগ্রামে অভিজ্ঞতার ছাপ দেখা যায়নি স্বাগতিক দলের মধ্যে। অন্যদিকে আফগান ব্যাটসম্যানদের মধ্যে ছিল দৃঢ়তা, স্বল্প অভিজ্ঞতার ঝুলি। প্রথম ইনিংসে ৭৭ রানে তিন উইকেট হারানোর পর ১২০ রানের জুটি গড়েছেন রহমত শাহ ও আসগর আফগান। আফগানিস্তানের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার পথে ২১০ মিনিট ক্রিজে থেকে ১৮৭ বল খেলে ১০২ রান করেছেন রহমত। মাত্র দুই রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হলেও আসগরের ৯৮ রানের ইনিংস ছিল দারুণ কার্যকর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top