আফগানিস্তানের সামনে আজ বড় চ্যালেঞ্জ টাইগারদের


প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:১৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:৫৯

আফগানিস্তানের সামনে আজ বড় চ্যালেঞ্জ টাইগারদের

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: টেস্ট শুরুর আগে সব হিসেবের দিক থেকে এগিয়ে ছিল টাইগাররা। কিন্তু খেলা মাঠে গড়ানোর পর থেকেই বদলে যায় অতীতের সব সমীকরণ। অভিজ্ঞতায় অনেকদূর পিছিয়ে থাকা আফগানিস্তানও বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টটি জিতে নিল।



আজ কি টি-টোয়েন্টি ফরম্যাটে আফগানদের সাথে পারবে টাইগাররা? এই ফরম্যাটে আফগানিস্তানের রেকর্ড ও ভালো। আর সেখানে এই ফরম্যাটে বাংলাদেশ তুলনামুলক দূর্বল। সাফল্যের হার কম, ব্যর্থতাই বেশি। আবার সেটি যদি হয় আফগানিস্তানের বিরুদ্ধে তাহলে তো আরো দূর্বলতার চিত্র ভেসে ওঠে।



গত বছর ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আফগানদের উজ্জীবিত পারফরমেন্স আর রশিদ খানের লেগব্রেক গুগলির সামনে রীতিমত নাস্তানাবুদই হয়েছিল টাইগাররা। তিন ম্যাচের সিরিজে টাইগারদের হোয়াইটওয়াশ করে ছেড়েছিল আফগানিস্তান। টি-টোয়েন্টি ্যাঙ্কিংয়েও আফগানরা এগিয়ে।



আমার মনে হয়, কখনও কখনও আমাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ বাংলাদেশই। কারণ নিজেদের ওপর অনেক চাপ নিয়ে ফেলি আমরা। আর এই চাপ আমাদের জন্য অনেক শক্ত প্রতিপক্ষ হয়ে দাড়ায়। দলের মধ্য থেকে আমার মনে হয় দর্শক, সংবাদমাধ্যম সবার কাছ থেকে দলের প্রতি বিশ্বাস আসা উচিত। ওরা যন্ত্র নয়, ওরাও মানুষ। আমাদের তাদের পাশে থাকতে হবে, সমর্থন জোগাতে হবে। প্রত্যাশার সীমা ছুয়েছে আকাশ, সেখান থেকে সমর্থকরা প্রতি ম্যাচেই বাংলাদেশকে জিততে দেখতে চাইবে, এটাই স্বাভাবিক। কিন্তু তাদের চাওয়াটা যে সব সময় পূরণ হওয়ার নয়, এই বাস্তবতা যেন তারা মানতেই চান না! দল হারলেই তাইজাত গেল, জাত গেলরব উঠে যায়। খেলোয়াড়দের দিকে ছুটে যায় সমালোচনার বিষমাখা তীর। তাতে প্রতিনিয়তই চাপ বাড়ে দলের ওপর। সেই চাপ সামলে মাঠে নিজেদের সেরাটা মেলে ধরা কঠিন।



বাংলাদেশের ক্রিকেটের সাম্প্রতিক দুর্দশা এবং ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে আজকের ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান, সব মিলিয়েই ম্যাকেঞ্জির উপরের এমন মন্তব্য। সম্প্রতি আফগানিস্তানের কাছে চট্টগ্রাম টেস্টে হেরেছে সাকিব আল হাসানের দল। টি-টোয়েন্টিতে দুই দলের সবশেষ তিন ম্যাচেও জয়ী দল আফগানিস্তান।



আজ সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরের ২২ গজে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top