চেলসির মাঠে জয়ে ইতিহাস গড়লো লিভারপুল
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:৫৬

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: স্ট্যামফোর্ড ব্রিজে রবিবার চেলসিকে ২-১ গোলে হারালো লিভারপুল। প্রিমিয়ার লিগে প্রথম ৬ ম্যাচের সবগুলো জিতে শতভাগ সাফল্য ধরে রাখলো তারা।
আর এ জয়ের মাধ্যমে ইপিএলের ইতিহাসে নতুন এক রেকর্ডই গড়েছে লিভারপুল। চলতি মৌসুমের মতো গত মৌসুমেও নিজেদের প্রথম ছয় ম্যাচে জিতেছিল তারা। ইপিএলের ইতিহাসে আর কোনো দল পরপর দুই মৌসুমে প্রথম ছয় ম্যাচ জিতে লিগ শুরু করতে পারেনি।
অন্য ম্যাচে ১০ জনের আর্সেনাল ৩-২ গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়েছে। আর ওয়েস্ট হ্যামের মাঠে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ও রবের্তো ফিরমিনোর গোলে প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লিভারপুল। ১৪ মিনিটে ফ্রি কিক থেকে মোহাম্মদ সালাহর ফ্লিকে আর্নল্ড জোরালো শটে গোল করেন। ত্রিশ মিনিটের মাপা হেডে ব্যবধান দ্বিগুণ করেন ফিরমিনো। দ্বিতীয়ার্ধে ৭১ মিনিটের মাথায় এক গোল শোধ করেন চেলসির ফরাসি তারকা এনগোলো কান্তে।
টানা ষষ্ঠ জয়ে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে অবধারিতভাবেই টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। একই সঙ্গে ম্যানসিটির (১৩) সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান বাড়িয়ে শীর্ষস্থান মজবুত করলো তারা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: