বৃষ্টির কারনে বাংলাদেশ – আফগানিস্তান যৌথ চ্যাম্পিয়ন
প্রকাশিত:
২৫ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৩
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:০১

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। বৃষ্টি গিলে খেল তিনজাতি টি-টোয়েন্টির ফাইনালকে। একটি বলও খেলা হল না। ফাইনালের টসই যে হল না। ফলে এককভাবে সিরিজের ট্রফি হাতে নিতে পারলো না কোনো দলই। যুগ্ম চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ আর আফগানিস্তান।
মাশরাফির নেতৃত্বে বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ জিতে নিজেদের প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল টাইগাররা। এবার তাদের সামনে ছিল টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম শিরোপার হাতছানি। বৃষ্টিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় দুই ফাইনালিস্ট বাংলাদেশ এবং আফগানিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন হলো। তাতে বাংলাদেশ প্রথমবারের মতো টি-টোয়েন্টি শিরোপার স্বাদ পেল।
ফাইনাল ম্যাচ শুরুর শেষ সময় ছিল রাত ৯টায় ৪০ মিনিট। রাতে একসময় বৃষ্টি ঠিকই থামল। আম্পায়াররা মাঠ পরিদর্শনেও নামলেন। কিন্তু মাঠ প্রস্তুতির জন্য যে সময় তখন নেই। রাত ৯টার সময় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল উভয় দলকে জানিয়ে দিলেন-বৃষ্টিস্নাত মাঠে খেলা শুরু করা সম্ভব হবে না। ম্যাচ বাতিল।
দুইয়ের অধিক দল নিয়ে হওয়া টি-টোয়েন্টির কোনও প্রতিযোগিতায় প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি ছিল বাংলাদেশের সামনে। চট্টগ্রামে আগের ম্যাচে এই আফগানদের হারিয়ে দেওয়ায় সাকিবদের আত্মবিশ্বাস ছিল আকাশছোঁয়া। কিন্তু বেরসিক বৃষ্টি সব কিছু পাল্টে দিলো। ট্রফি জেতা হয়েছে, কিন্তু সেটা মাঠে পারফর্ম না করে আফগানিস্তানের সঙ্গে ভাগাভাগি করে!
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: