লিভারপুল ও বার্সার জয়, হোঁচট খেল ইন্টার মিলান


প্রকাশিত:
৩ অক্টোবর ২০১৯ ২১:৩৩

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:০১

লিভারপুল ও বার্সার জয়, হোঁচট খেল ইন্টার মিলান

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচেও হোঁচট খাওয়ার শঙ্কায় পড়েছিল লিভারপুল ও বার্সেলোনা। শেষ পর্যন্ত ৭ গোলের থ্রিলার লিভারপুল জিতেছে ৪-৩ গোলে। বার্সেলোনা ইন্টার মিলানকে হারিয়েছে ২-১ গোলে। প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসি একই ব্যবধানে জিতেছে লিঁলের মাঠে।



বার্সেলোনা জিতলো সুয়ারেজ-ঝলকে

ম্যাচের তখন মাত্র ১২১ সেকেন্ড পেরিয়েছে। ন্যু ক্যাম্পে বার্সেলোনাকে স্তব্ধ করে দেয় ইন্টার মিলান। লাওতারো মার্তিনেজের গোলে শুরুতেই এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি।



তবে বার্সেলোনা তাতে ঘাবড়ে যায়নি। পিছিয়ে পড়া সেই ম্যাচটিই নিজেদের করে নিয়েছে আরনেস্তো ভালভার্দের দল। লুইস সুয়ারেজের জোড়া গোলে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে বার্সা।



সালাহ উদ্ধার করলেন লিভারপুলকে 

একটা সময় মনে হচ্ছিল, সহজ জয় নিয়েই মাঠ ছাড়বে লিভারপুল। ম্যাচের ৩৬ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল রেডসরা। কিন্তু তারপরই চমক দেখাল সলসবুর্গ। টানা তিন গোলে সমতায় ফেরে দলটি। শেষপর্যন্ত লিভারপুলকে উদ্ধার করেন মোহাম্মদ সালাহ।



মিসরীয় এই ফরোয়ার্ড ৬৯ মিনিটে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন। শেষপর্যন্ত ৪-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।



এই জয়ের ফলে ঘরের মাঠে গত তিন দশকের টানা জয়ের রেকর্ড গড়লো লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লপের দল জিতেছে ১২টি ম্যাচ। ১৯৮৫ সালে টানা ১৮ জয় পেয়েছিল দলটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top