শুভ জন্মদিন মাশরাফি বিন মুর্ত্তজা
প্রকাশিত:
৫ অক্টোবর ২০১৯ ২১:১৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:৫৬

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক। তর্কসাপেক্ষে বা পরিসংখ্যানের বিচারে সীমিত ওভারের ক্রিকেটে তিনিই সর্বকালের সেরা অধিনায়ক। চলে এসেছেন ক্যারিয়ারের শেষপ্রান্তে, হয়তো খেলবেন আর গুটিকতক ম্যাচ।
বলছি মাশরাফি বিন মুর্ত্তজার কথা। বাংলাদেশ ক্রিকেটকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার নেপথ্যর নায়ক। বাংলাদেশের ক্রিকেটকে বদলে দেওয়ার অন্যতম নায়কও তিনি। যার নেতৃত্বেই টাইগাররা শিখেছে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, কখন হুঙ্কার ছুড়তে হয়। শিখেছে কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে খেলতে হয়, চোখ রাঙাতে হয়। বাংলাদেশ ক্রিকেট দলের চেঞ্জমেকারের নাম মাশরাফি, যিনি দলকে এক সুঁতোয় গেথে রাখার কাজটা ভালোভাবেই করতে পেরেছেন।
আজ ৫ অক্টোবর, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক, নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফির জন্মদিন। ১৯৮৩ সালের এই দিনেই সবুজ শ্যামল নড়াইল শহরের মহিষখোলায় নানাবাড়িতে তিনি মায়ের কোল আলোকিত করে পৃথিবীতে এসেছিলেন।
তার অধীনে বাংলাদেশ দল ৮৫টি ওয়ানডে খেলে জিতেছে ৪৭টিতে, যা কি না দেশের ইতিহাসে যেকোনো অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ। টি-টোয়েন্টিতে ২৮ ম্যাচে ১০ জয় নিয়েও বাংলাদেশের অন্যান্য অধিনায়কদের চেয়ে ওপরেই অবস্থান করছেন তিনি। এছাড়া ২০০৯ সালে টেস্ট ক্রিকেটে তার প্রথম অধিনায়কত্বের ম্যাচেও জিতেছিল বাংলাদেশ দল। সে ম্যাচের পর ইনজুরির কারণে আর সাদা পোশাকে খেলতে পারেননি দেশের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা এ অধিনায়ক।
কাকতালীয় ব্যাপার হলো, ২০১৪ সালের একইদিনে অর্থাৎ ৫ অক্টোবর তারিখেই পৃথিবীর বুকে এসেছেন মাশরাফির দ্বিতীয় সন্তান পুত্র সাহিল মর্তুজা। ফলে আজ মাশরাফিপুত্র সাহিলেরও ৫ম জন্মদিন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: