সিপিএলে প্রথম কোয়ালিফায়ারে হেরে গেল সাকিবের বার্বাডোজ
প্রকাশিত:
৮ অক্টোবর ২০১৯ ০০:৩৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:৫৬

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: ক্রিকেট মাঠে এমন দিন খুব কমই আসে, যেখানে ব্যাটিং-বোলিং উভয় দিকেই ব্যর্থতার পরিচয় দেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাধারণত ব্যাটিং বা বোলিং- অন্তত যেকোনো একটিতে নিজের সেরাটা দিয়ে খেলে থাকেন সাকিব। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়েও এর প্রমাণ দিচ্ছিলেন তিনি।
সিপিএলের চলতি মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসকে প্লেঅফে নেওয়ার পেছনে বড় অবদান রাখেন সাকিব। তিনি যোগ দেওয়ার পরই দলের পরিবর্তন চোখে পড়ে। তবে টানা তিন ম্যাচের পর চতুর্থ ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন না সাকিব। যার ফলে সিপিএলের প্রথম কোয়ালিফায়ারে হার দেখেছে সাকিবদের বারবাডোজ ট্রাইডেন্টস। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তাদের ৩০ রানে হারিয়ে নিশ্চিত করেছে ফাইনাল। হারলেও ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ পাচ্ছে সাকিবরা। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্সের।
আগামী ১০ অক্টোবর বার্বাডোজ-ত্রিনবাগোর মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ারের ম্যাচে জয়ী দল উঠবে ফাইনালে। ফাইনালে গায়ানার বিপক্ষে খেলতে হলে সাকিবদের সেই ম্যাচটি জিততেই হবে। আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।
বার্বাডোজের বিপক্ষে ম্যাচটি পুরোপুরি নিজের করে নিয়েছেন গায়ানার ওপেনার ব্র্যান্ডন কিংস। অপরাজিত সেঞ্চুরিতে তিনি খেলেছেন ৭২ বলে ১৩২ রানের ইনিংস। গায়ানা পায় ২১৮ রানের বিশাল সংগ্রহ। সাকিবের ৪ ওভারে খরচ হয় ৪৬টি রান। বিপরীতে বার্বাডোজের ইনিংস থাকে ১৮৮ রানে। সাকিব আউট হন মাত্র ৫ রান করে।
বল হাতের ব্যর্থতা ব্যাটিংয়ে নেমে ভুলিয়ে দিতে পারতেন সাকিব। তা হয়নি, উল্টো আরও ভারী হয়েছে ব্যর্থতার পাল্লা। ইনিংসের পঞ্চম ওভারে আসেন উইকেটে, টিকতে পারেন কেবল অষ্টম ওভার পর্যন্ত। শোয়েব মালিককে উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন লংঅফে দাঁড়ানো শিমরন হেটমায়ারের হাতে। মাঝের সময়টায় ৯ বল খেলে মাত্র ৫ রান করতে সক্ষম হন তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: