রিয়াল মাদ্রিদ থেকে জিদানের পদত্যাগ


প্রকাশিত:
৩১ মে ২০১৮ ১৪:১৫

আপডেট:
২ মে ২০২৫ ০৯:৫৮

রিয়াল মাদ্রিদ থেকে জিদানের পদত্যাগ

স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে টানা তৃতীয় চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দিয়েছেন মাত্র দুদিন আগে। আর এরপরই ফুটবল বিশ্বে যেন বোমা পড়ল। বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদের ফরাসি কোচ জিনেদিন জিদান পদত্যাগ করেছেন। আড়াই বছর দায়িত্বে থাকার পর রিয়ালের দায়িত্ব ছাড়লেন জিদান। এই সময়ে ক্লাবকে ৯টি শিরোপা জিতিয়েছেন তিনি। এর মধ্যে টানা তিনটি ইউরোপিয়ান শিরোপা তো আছেই।



এইদিন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও ছিলেন জিদানের সাথে সংবাদ সম্মেলনে। দীর্ঘদিন রিয়াল খেলা জিদান এই ক্লাবেরই মানুষ। ট্রেনিং গ্রাউন্ডে ডাকা সম্মেলনে জিদান তার সিদ্ধান্ত জানিয়ে দেন। জিদান বলেছেন, তিনি ভেবেছিলেন ক্লাবের সাথে কোচের পদের মেয়াদ বাড়াবেন। এই সিদ্ধান্ত পরে বদলে ফেলেছেন। তার মন বদলেছে। এখন তার মনে হচ্ছে, একটু নিজের জন্য সময় দরকার। এমন নয় যে অন্য কোথাও এখনই যোগ দিতে রিয়ালের সফলতম এবং আরাধ্য কোচ হয়েও জবটা ছেড়ে দিলেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top