বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে সন্ধ্যায় ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০১৯ ০০:৩৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:৫৬

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে বাংলাদেশ-ভারত ব্যাট-বলের লড়াই মানেই বারুদের জ্বলামুখ! অলিখিত যুদ্ধংদেহী ভাব! অথচ একটা সময় ছিল, যখন দুই দেশের মধ্যে আসল উত্তাপটা ছিল ফুটবলেই। সেই সময় দক্ষিণ এশিয়া ফুটবলে বাংলাদেশ-ভারত লড়াইয়ের উত্তেজনা ছড়াত। প্রতিটি ম্যাচের পরতে পরতে থাকত আগুন। সেই উত্তাপ এখন ক্রিকেটেই বেশি। কিন্তু কয়েক দিন ধরে যুবভারতী ক্রীড়াঙ্গনে আলোচনায় বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই নিয়ে।
ফিফা বিশ্বকাপ ২০২২ এবং এশিয়া কাপ ২০২৩ এর যৌথ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশকে মোকাবেলা করবে ভারত। এবারের বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম জয় তুলে নেওয়ার উদ্দেশে আজ মঙ্গলবার দুই দলই মাঠে নামবে। দীর্ঘদিন পর হওয়ায় দু’দলের লড়াইয়ে পাওয়া যাচ্ছে আলাদা ঝাঁজ। একসময়ে দুইদলকে ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ বলা হলেও এখন তা শুধুই স্মৃতি। মঙ্গলবার খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮ টায়। ম্যাচটি সরাসরি দেখাবে বাংলা টিভি, স্টার স্পোর্টস ১ ও ২।
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশ এবং ভারত যে অবস্থানে, তাতে এই দু’দলের লড়াইকে মহারণ বলা নিয়ে আপত্তি থাকতে পারে কারো কারো। কিন্তু কলকাতায় প্রতিবেশী দুই দেশের লড়াইকে সামনে রেখে যে সাজ সাজ রব, তা দেখে যে কারো মনে হতে পারে ভুল করে বুঝি কেউ লাতিন আমেরিকার কোনো শহরে পা রেখে ফেলেছে।
তবে বাংলাদেশকে বড় প্রতিপক্ষ হিসেবে দেখছেন ভারতীয় কোচ ইগোর টিম্যাক। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন “আমরা বাংলাদেশকে সম্মান করি, আমরা জানি আমাদের জন্য কঠিন ম্যাচ অপেক্ষা করছে। গোল পেতে হলে ৯০ মিনিট ভালো খেলতে হবে। তাদের রক্ষণ শক্তিশালী এবং আমাদের জায়গা কম দিতে হবে।”
বাংলাদেশ-ভারত ম্যাচ দেখার জন্য যুব ভারতী স্টেডিয়ামের টিকিট এখন সোনার হরিণ। অনেক আগেই শেষ হয়ে গেছে প্রায় ৬৮ হাজার টিকিটের সবগুলো। মানুষ এখন লাইন দিয়েও পাচ্ছে না, কালো বাজারেও মিলছে না কোনো টিকিট। মাঠে উপস্থিত থেকে বাংলাদেশ-ভারত ফুটবল লড়াই দেখার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে দর্শক-সমর্থকরা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: