অপ্রত্যাশিত হার রিয়াল মাদ্রিদের, বড় জয় বার্সেলোনার


প্রকাশিত:
২০ অক্টোবর ২০১৯ ২৩:০৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:৫৮

অপ্রত্যাশিত হার রিয়াল মাদ্রিদের, বড় জয় বার্সেলোনার

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: লা লিগায় আগের ম্যাচ জিতে শীর্ষে উঠেছিল বার্সেলোনা। তাই মায়োর্কার বিপক্ষে জিতলে পুনরায় শীর্ষে ওঠার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। তাতো হলোই না উল্টো মৌসুমে প্রথম হারের তিক্ত স্বাদ নিয়েছে রিয়াল।তাদের অপ্রত্যাশিতভাবে ১-০ গোলে হারিয়ে দিয়েছে মায়োর্কা।



ম্যাচের শুরুর ৭ মিনিটে লোগো জুনিয়রের গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। জিদানের শিষ্যরা শেষ পর্যন্ত চেষ্টা করে গেছেন গোল করতে। জয় না হোক সমতায় ফিরতে। ম্যাচের একদম শেষ সময়ে বক্সের বাইরে থেকে দারুণ দুটি ফ্রি কিক পেয়েছে তারা। কিন্তু গোল করতে পারেননি রামোস-বেনজেমারা। শেষ পর্যন্ত তাই ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালের।



ইনজুরির কারণে রিয়ালের স্কোয়াডে এ ম্যাচে বেল-মডরিচ ছিলেন না। বাইরে ছিলেন লুকাস ভাসকেস-টনি ক্রুস। ব্যক্তিগত কারণে শেষ সময়ে ছুটি নেন এডেন হ্যাজার্ডও। অভিজ্ঞ বেনজেমাকে সামনে রেখে রিয়াল তাই ভিনিসিয়াস জুনিয়ার এবং লুকা জোভিককে নিয়ে আক্রমণ সাজায়।



তাদের পেছনে ছিলেন ইসকো এবং জেমস রদ্রিগেজ। তরুণ ভিনি এ ম্যাচেও ভালো খেলেছেন। কিন্তু গোল মুখে তার দূর্বলতা যায়নি। বরং হারের ম্যাচে প্রকটভাবে ফুটে উঠেছে। অন্য দিকে জোভিক এবং ইসকো ম্যাচে বেশ বিবর্ণ ছিল। রিয়ালকে যার খেসারত দিয়ে হয়েছে।



মেসি-সুয়ারেজ ও গ্রিজম্যানের গোলে বার্সার জয়



আন্তর্জাতিক বিরতির পরে লা লিগায় দুর্দান্ত শুরু করেছে বার্সেলোনা। এইবার নিজেদের মাঠে এরনেস্তো ভালভার্দের শিষ্যদের কাছে পাত্তাই পায়নি। প্রথমে অ্যান্তোনিও গ্রিজম্যান পরে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের গোলে ৩-০ ব্যবধানে জিতেছে কাতালানরা। আপাতত পয়েন্ট টেবিলে উঠেছে শীর্ষে।



মেসি-গ্রিজম্যান রসায়ন নিয়ে এর আগে প্রশ্ন উঠেছিল। মেসির সঙ্গে সম্পর্ক ভালো নয়। সম্পর্ক গড়ে উঠছে না বলে প্রশ্ন উঠেছিল। ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান বলেন, মেসির সঙ্গে তার কথা কম হয়। পরে মেসি অবশ্য বলেন তাদের মধ্যে কোন সর্ম্পক নেই। সম্পর্ক ভালো-খারাপ ব্যাপারটা মাঠের বাইরে। তবে মাঠে জুটি গড়ে বার্সেলোনার আক্রমণের নতুন ত্রয়ী দলকে দারুণ এক জয় এনে দিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top