এবার আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে  যাচ্ছেন সাকিব


প্রকাশিত:
২৯ অক্টোবর ২০১৯ ২২:৪৮

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:৫৯

এবার আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়তে  যাচ্ছেন সাকিব

প্রভাত ফেরী, স্পোর্টস ডেস্ক: সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত ক্রিকেট পাড়া সরব ছিল সাকিবকে নিয়ে। সবার মুখে একটাই প্রশ্ন ছিল, সাকিব কি আদৌ ভারত সফরে যাবেন? নাকি গ্রামীণফোনের সঙ্গে করা চুক্তির কারণে বোর্ডের কাছ থেকে কারণ দর্শানো নোটিশ পেয়ে ক্ষুব্ধ সাকিব ভারত সফরে না যাওয়ার পাঁয়তারা করছেন?



বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের মুখেও এমন কথা উচ্চারিত হয়েছে যে, সাকিবসহ কয়েকজন ভারত সফরে না যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। আর সে কারণেই সাকিব ইস্যুতে বোর্ড সভাপতি কাল সোমবার বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত বোর্ডে কাটিয়েছেন। বোর্ড পরিচালক, কোচিং স্টাফ জন ক্রিকেটারের সঙ্গে কথাবার্তাও বলেছেন।



কিন্তু এর মধ্যেই আজ বের হলো নতুন তথ্য। খোদ আইসিসিই সাকিবকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছে, জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর অফার পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু তিনি তা প্রত্যাখান করেছেন সাথে সাথেই। তবে তাতে কি, বিষয়টি তিনি তাৎক্ষনিক আইসিসির দুর্নীতি দমন বিভাগকে জানান নি। তাই তার বিরুদ্ধে শাস্তি ঘোষনা করতে যাচ্ছে আইসিসি। আর সেটি হবে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় একটা দু:সংবাদ।



জুয়াড়িদের কাছ থেকে সাকিবের প্রস্তাব ও আইসিসির ব্যাখ্যা



তাই দেশের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান আইসিসির ১৮ মাসের নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছেন। দুই বছর আগে একটি আন্তর্জাতিক ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির (বুকি) কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব। সেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান করলেও আইসিসির দুর্নীতি দমন বিভাগকে না জানিয়ে গোপন করেন তিনি। বিষয়টি পরে আইসিসি জানতে পারে। আন্তর্জাতিক জুয়াড়িদের কল রেকর্ড ট্র্যাকিং করে ব্যাপারে তারা তথ্য উদ্ধার করে।



ওই জুয়াড়ি আইসিসির কালো তালিকায় থাকাদের একজন। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার পর সম্প্রতি সাকিবের সঙ্গেও কথা বলেন আইসিসির অ্যান্টিকরাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসু) প্রতিনিধি। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সাকিবও নিজের ভুল স্বীকার করেছেন আকসু তদন্ত কর্মকর্তাদের কাছে। আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, জুয়াড়ির প্রস্তাবকে গুরুত্ব দেননি বলেই জানাননি। বিষয়টি হালকাভাবে নেওয়াটাই তার জন্য  কাল হয়েছে। সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হতে যাচ্ছেন তিনি। বিসিবির একাধিক সূত্র জানিয়েছে, আজ অথবা আগামীকাল সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সাকিবের নিষেধাজ্ঞার বিষয়টি জানাবে আইসিসি। বিসিবি এরই মধ্যে বিষয়ে অবগত হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top