বিশ্বকাপ বাছাইয়ে ওমানের কাছে বাংলাদেশের হার
প্রকাশিত:
১৫ নভেম্বর ২০১৯ ২১:২৬
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১১:০১

প্রভাত ফেরী ডেস্ক: ওমান ফিফা র্যাঙ্কিংয়ে ৮৪তম, বাংলাদেশ ঠিক ১০০ ধাপ নিচে। র্যাঙ্কিং যদি হয় বিবেচ্য, এই ম্যাচে বাংলাদেশের আশা করার কিছু ছিল না। তারওপর ম্যাচটা আবার ওমানের মাটিতে! ‘কঠিন চ্যালেঞ্জ’ শব্দজোড়াও হয়তো পুরোপুরি বোঝাতে পারবে না, ২০২২ কাতার বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের চ্যালেঞ্জটা ছিল আসলে কতটা কঠিন।
বাংলাদেশের বিপক্ষে মাঠের লড়াইয়েও তা প্রমাণ করে দিলো তারা। বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে ‘ই’ গ্রুপের ম্যাচে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা ম্যাচ জিতে নিয়েছে বড় ব্যবধানে। বৃহস্পতিবার জেমি ডের শিষ্যরা ম্যাচ হেরেছে ৪-১ গোলে। এই জয়ে ওমান চার ম্যাচে তিন জয় ও এক হারে ৯ পয়েন্ট অর্জন করেছে। সমান ম্যাচে তিন হার ও একটি ড্রয়ে এক পয়েন্ট বাংলাদেশের।
মাসকটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সের মাঠে ম্যাচের শুরু থেকে স্বাগতিকরা আক্রমণ শাণিয়ে খেলেছে। তাদের আক্রমণে রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে জামাল ভূঁইয়াদের। তবে প্রথমার্ধে নিজেদের জাল অক্ষত রাখতে পেরেছে সফরকারী দল। একের পর এক গোলের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছেন গোলকিপার আশরাফুল ইসলাম রানা সহ অন্যরা।
ওমানকে প্রথমার্ধে গোলশূন্য আটকে রেখেও শেষরক্ষা হয়নি বাংলাদেশের। গত রাতে মাসকাটে স্বাগতিকরা ৪-১ গোলে হারিয়েছে জামাল ভূঁইয়াদের।
বাংলাদেশ ৪৮, ৬৮ ও ৭৮ মিনিটে গোল খেয়ে ৩-০ তে পিছিয়ে পড়ে। ৮১ মিনিটে বাংলাদেশের একমাত্র গোলটি করেন বিপলু আহমেদ। শেষ দিকে আরেকটি গোল খেয়ে বড় হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: