ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পথে টাইগাররা
প্রকাশিত:
১৭ নভেম্বর ২০১৯ ০১:২১
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১০:৫৬

প্রভাত ফেরী ডেস্ক: দ্বিতীয় ইনিংসেও একই চিত্র। ছন্নছাড়া ব্যাটিংয়ে হতশ্রী অবস্থা বাংলাদেশের। একের পর এক ব্যাটসম্যান আসছেন আর যাচ্ছেন। সবশেষ যাওয়া- আসার মিছিলে যোগ দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। মোহাম্মদ শামির অফস্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে স্লিপে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ উইকেটে ১০৫ রান করেছেন টাইগাররা। স্বাভাবিকভাবেই ধুঁকছেন তারা। ২০ রান নিয়ে ব্যাট করছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিতে ক্রিজে এসেছেন লিটন দাস। তার সংগ্রহ ১৮ রান।
দ্বিতীয় দিনের ৬ উইকেটে ৪৯৩ রানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। এতেই ৩৪৩ রানের লিড নেয় তারা। ফলে তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইমরুল কায়েস ও সাদমান ইসলাম দিনের খেলা শুরু করেন।
দলীয় ১০ রানে বোল্ড হয়ে যান ইমরুল কায়েস। নামের পাশে সেই ৬ রান! শিকারী সেই উমেশ যাদব! সাদমানও 'প্রতিজ্ঞা' ভঙ্গ করেননি। তিনিও ইমরুলকে অনুসরণ করে যথারীতি ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেছেন। যেন ৬ রানের বেশি করা যাবে না। আজব ব্যাপার হলো, সাদমানের শিকারী ইশান্ত শর্মা! তাদের এমন 'ধারাবাহিকতা'য় ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ এখন ইনিংস হারের পথে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: