মেসির গোলে আর্জেন্টিনার ড্র, ৫ ম্যাচ পর ব্রাজিলের জয় 


প্রকাশিত:
২১ নভেম্বর ২০১৯ ০০:৫৫

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৩:২৬

মেসির গোলে আর্জেন্টিনার ড্র, ৫ ম্যাচ পর ব্রাজিলের জয় 

প্রভাত ফেরী ডেস্ক: খেলার সমাপ্তি এগিয়ে আসছিল আর্জেন্টিনা দলের হারের বাজনা নিয়ে। তবে শেষ পর্যন্ত আর আক্ষেপ-হতাশার দহনে পুড়তে হয়নি আর্জেন্টাইনদের। ৯১ মিনিটের মাথায় গোল এলো লিওনেল মেসির পা থেকে, উরুগুয়ের কাছে দুই দফায় পিছিয়ে পড়া আর্জেন্টিনাও ম্যাচ শেষ করল ২-২ স্কোরলাইনে। বছরের শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেসিরা ড্র করলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। মঙ্গলবার দক্ষিণ কোরিয়াকে ৩-০ গোলের ব্যবধানে হারায় সেলেসাওরা। গোল তিনটি করেন লুকাস পাকিতা, ফিলিপে কুতিনহো ও দানিলো।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ৫ ম্যাচ পর ব্রাজিলের জয়

কোপা আমেরিকার শিরোপা জেতার পর জয় কি, সেটাই যেন ভুলতে বসেছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবল দল ব্রাজিল। টানা ৫ ম্যাচ জয় বঞ্চিত তারা। সর্বশেষ চারদিন আগেও আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারতে হয়েছিল ব্রাজিলকে। অবশেষে আজ এশিয়ান দল দক্ষিণ কোরিয়াকে পেয়ে জয়ে ফিরলো তিতের শিষ্যরা। কোরিয়ানদের তারা হারিয়েছে ৩-০ গোলে।



কোপা আমেরিকার ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারানোর পর কলম্বিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র, এরপর পেরুর কাছে ১-০ গোলে হার, আফ্রিকার দুই দেশ সেনেগাল এবং নাইজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র, সর্বশেষ আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারের পর অবশেষে জয়ে দেখা পেলো সেলেসাওরা।



হার থেকে মেসিই বাঁচালেন আর্জেন্টিনাকে

  

মেসির গোলে রক্ষা আর্জেন্টিনার। তিন মাস নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর থেকে দারুণ ফর্মে রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ব্রাজিলকে হারানোর পর আরেক প্রীতি ম্যাচে তার নৈপুণ্যে অল্পের জন্য হার এড়িয়েছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। উরুগুয়ের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে।



কোপা আমেরিকার হতাশা কাটিয়ে আলবিসেলেস্তরা রয়েছে দারুণ ফর্মে। অপরাজেয় থাকলো ৬ ম্যাচে। ইসরায়েলে অনুষ্ঠেয় ম্যাচটায় সেই ধারাবাহিকতা ভেস্তে যেত যদি না শেষ মুহূর্তে পেনাল্টি পেত আর্জেন্টিনা।



শুরুতে দারুণ ছন্দে থাকা মেসিরা পিছিয়ে পড়ে ৩৪ মিনিটে। পুরোটা সময় মেসি মেসি ধ্বনি চলতে থাকে তেল আবিবে। সেই মেসিই ৬৩ মিনিটে সমতা ফেরাতে ভূমিকা রাখেন দলে। তার ফ্রি কিক থেকে গোলটি করেন সের্হিয়ো আগুয়েরো। তবে উরুগুয়েও দমে যাওয়ার দল ছিল না। ৬৮ মিনিটে দুর্দান্ত ফ্রি কিকে দলকে আবারও এগিয়ে নেন সুয়ারেস।  পরে ৯১ মিনিটের মাথায় গোল এলো লিওনেল মেসির পা থেকে, উরুগুয়ের কাছে দুই দফায় পিছিয়ে পড়া আর্জেন্টিনাও ম্যাচ শেষ করল ২-২ স্কোরলাইনে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top