আগামী বছরের জুনে ঢাকায় আসছে ম্যানচেস্টার ইউনাইটেড
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০১৯ ২১:৩৯
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৩:৩১

প্রভাত ফেরী ডেস্ক: আগামী বছর ১৭ মার্চ থেকে পরের বছর ১৭ মার্চ পর্যন্ত নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হবে মুজিববর্ষ। সেখানে থাকবে খেলাধুলারও নানা আয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। তবে তাদের প্রতিপক্ষ কে হবে, কাদের বিপক্ষে ম্যানইউ ম্যাচ খেলবে তা এখনো ঠিক হয়নি।
বাফুফে সূত্র জানিয়েছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল দলের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবেন। তারা বাংলাদেশে খেলার ভেন্যু, যোগাযোগ ব্যবস্থা এবং খেলোয়াড়দের থাকার হোটেলসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবেন।
সূত্র আনুযায়ী, সব কিছু ঠিক থাকলে আগামী বছর জুনে বাংলাদেশে আসবে রেড ডেভিল'রা। তবে কাদের বিপক্ষে তারা খেলবে তা জানা যায়নি।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের চার সদস্যের একটি দল মঙ্গলবার ঢাকায় আসবে। একদিনের সফরে তারা ভেন্যু, হোটেল, যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য বিষয় খতিয়ে দেখবে।’ এ ম্যাচের প্রতিপক্ষ খুঁজতে ইউরোপের আরো বড় ক্লাবের সঙ্গে এজেন্টরা যোগাযোগ করছে। যার মধ্যে জুভেন্টাস, পিএসজির মতো দলও আছে বলেও জানান তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: