বাংলাদেশকে প্রথম সোনা এনে দিলো দিপু চাকমা


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০১৯ ২২:১০

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৩:৩১

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশকে আজ সকালে প্রথম পদক উপহার দিয়েছিলেন হোমায়রা আক্তার অন্তরা। তবে সেটি ছিল ব্রোঞ্জ পদক। যদিও সেরাদের সেরা, তথা স্বর্ণ পদকের তালিকায় তখনও নাম ওঠেনি বাংলাদেশের। অবশেষে নেপালের কাঠমান্ডুতে চলমান এসএ গেমসের দ্বিতীয় দিনে বাংলাদেশকে প্রথম স্বর্ণ উপহার দিলেন দিপু চাকমা।

আজ সোমবার সকালে তায়কোয়ান্দোতে ছেলেদের এককে পুমসায় ২৯ অথবা এর বেশি ওজনে ভারতের প্রতিযোগীকে হারিয়ে প্রথম সোনা জিতে বাংলাদেশের দিপু। তিনি রাঙামাটির ছেলে।

এর আগে ২০১০ সালে ঢাকার এসএ গেমসে তায়কোয়ান্দোতে দুটি সোনার পদক পেয়েছিল বাংলাদেশ। সেবার শারমিন রুমি ও শাম্মি আক্তার দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন। ২০০৬ সালে কলম্বোতে প্রথম স্বর্ণপদক এসেছিল  মিজানুর রহমানের সৌজন্যে।

এর আগে আজ সকালে মেয়েদের একক কাতায় (কারাতে ডিসিপ্লিন) ব্রোঞ্জ জেতার মাধ্যমে দেশকে প্রথম পদক এনে দিয়েছিলেন হোমায়রা আক্তার অন্তরা। এই ইভেন্টে ৫ জন প্রতিযোগীর মধ্যে তৃতীয় হন তিনি। মেয়েদের একক কাতায় স্বর্ণপদক জিতেছে পাকিস্তান, আর রৌপ্য গেছে স্বাগতিক নেপালের ঘরে।

একই ইভেন্টের পুরুষ এককে চারজনের মধ্যে তৃতীয় হয়ে ব্রোঞ্জ দিতেছেন হাসান খান সান।

এদিকে আজ (সোমবার) পুরুষ ভলিবলেও ব্রোঞ্জের জন্য লড়বে বাংলাদেশ ভলিবল দল। দুপুর দুইটায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা। এই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ পাবে ব্রোঞ্জ পদক।

ভলিবল ইভেন্টের দ্বিতীয় সেমিফাইনালে রোববার পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top