ইতিহাস গড়ে ৬ষ্ঠ ব্যালন ডি’অর জিতলেন মেসি


প্রকাশিত:
৩ ডিসেম্বর ২০১৯ ২২:১৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৩:২৯

ফাইল ছবি

প্রভাত ফেরী ডেস্ক: ইতিহাসের প্রথম ও একমাত্র খেলোয়াড় হিসেবে ৬ষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতলেন আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। লিভারপুলে ডাচ তারকা ভ্যান ডাইক ও ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ব্যক্তিগত সেরা ফুটবলারের পুরস্কারটি ঝুলিতে ভরেছেন এই আর্জেন্টাইন জাদুকর।

২০১৫ সালের পর থেকে ব্যক্তিগত অর্জনে খরা ছিল লিওনেল মেসির। আর্জেন্টাইন ফরোয়ার্ড সেই খরা কাটালেন রেকর্ড ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতে। লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক ও জুভেন্টাস ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ব্যক্তিগত অর্জনে আরেকটি ট্রফি জিতেছেন মেসি।

ব্যক্তিগত অর্জনের মাধ্যমে নিজের ক্লাবের নামও রেকর্ডের খাতায় সবার ওপরে তুলেছেন মেসি। ক্যারিয়ারের শুরু থেকেই খেলছেন স্প্যানিশ ক্লাব বার্সেলোনায়। ফলে তার ছয়টি ব্যালন ডি অরই বার্সেলোনার হয়ে খেলেই পাওয়া। আর মেসির সবশেষ স্বীকৃতির মাধ্যমে এখন ইউরোপের ক্লাবগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যালন জেতা দল বার্সেলোনা।

স্প্যানিশ ক্লাবটিতে ব্যালন ডি অর এসেছে মোট ১২টি। যার ছয়টি একাই জিতেছেন মেসি। বার্সেলোনার চেয়ে ১টি কম ব্যালন গিয়েছে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ঘরে। তাদের পক্ষে একাই ৪টি জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এছাড়া ৮টি করে ব্যালন ডি অর জিতেছেন এসি মিলান ও জুভেন্টাসের হয়ে খেলা ফুটবলাররা

মেসির নৈপুণ্যে বার্সা লা লিগা শিরোপা জিতলেও কোপা আমেরিকায় আর্জেন্টিনা হয়েছে তৃতীয়। ২০১৮-১৯ মৌসুমে দল ও ক্লাবের হয়ে ৫৪টি গোল করেছেন মেসি। এতদিন ৫টি ব্যালন ডি’অর জিতে যৌথভাবে ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে ছিলেন। এবার পর্তুগিজ তারকাকেও পেছনে ফেললেন মেসি। ভোটাভুটিতে ভার্জিল ফন ডাইক ছিলেন দ্বিতীয় আর রোনালদো তৃতীয়।  

২০০৯ থেকে শুরু করে টানা চার বার বর্ষসেরা হয়েছিলেন মেসি। প্রথমবার পুরস্কারটা ছিল শুধু ব্যালন ডি’অর, পরের তিন বার নাম বদলে ফিফা ব্যালন ডি’অর। চার বছর পর ২০১৩ সালে মেসিকে সিংহাসন থেকে সরিয়ে সেখানে বসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পরের বছরও ফুটবলের ব্যক্তিগত সর্বোচ্চ এই পুরস্কারটা রিয়ালের পর্তুগিজ উইঙ্গারেরই ছিল। ২০১৫ সালে মেসি সেই সিংহাসন পুনরুদ্ধার করলে তার পরের দু'বার সেটি বগলদাবা করেন সিআরসেভেন। পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে আর্জেন্টাইন জাদুকরের এক দশকের আধিপত্যে প্রথম হানা দিয়ে গতবছর চমকে দিয়ে পুরস্কারটি ঘরে তুলেছিল লুকা মদ্রিচ। এবার সেরা ৩০ জনের তালিকাতেও স্থান হয়নি এই ক্রোয়েশিয়ানের।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top