সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মিরপুর স্টেডিয়ামে আজ বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধন


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০১৯ ০০:৩০

আপডেট:
৯ ডিসেম্বর ২০১৯ ০২:৩৫

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: আগামী ১১ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। তবে এবারের বিপিএলটি অন্যান্যবারের থেকে ভিন্ন। কারণ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। আর এই এবারের বিপিএলকে স্মরণীয় করে রাখতে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানটি জমকালো করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার থেকে মাঠে গড়াবে চার-ছক্কার এই ধুম-ধারাক্কা ক্রিকেট। তবে এর আগে আজ রবিবার বিকালে উদ্বোধন হচ্ছে এই আসরের। আর তা করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই প্রস্তুত মঞ্চ, এখন কেবল অপেক্ষা। আর কয়েক ঘণ্টা পরই জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠছে বিপিএলের।

জানা গেছে, আজ রবিবার সন্ধ্যায় বিশেষ এই বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টা ২০ থেকে সাড়ে ৭টার মধ্যে তিনি মঞ্চে হাজির হয়ে আসরের উদ্বোধন ঘোষণা করবেন। এরপর কিছুক্ষণ চলবে আতশবাজি। তারপর শুরু হবে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব।

দেশি তারকাদের সঙ্গে বলিউড মহাতারকারাও মাতাবেন মঞ্চ। বলিউড তারকা সালমান খান, ক্যাটরিনা কাইফদের সঙ্গে দুই জনপ্রিয় সঙ্গীত শিল্পী সনু নিগাম ও কৈলাশ খের থাকছেন। বাংলাদেশিদের মধ্যে থাকবেন জেমস, মমতাজসহ স্থানীয় কিছু শিল্পী।

অনুষ্ঠানের শুরুটা হবে দেশি শিল্পীদের দিয়েই। সবার আগে মঞ্চে উঠবেন জেমস। সব শেষে সালমান খান। তাদের স্বাগত জানাতে গত কয়েক দিন ধরে চলছে ব্যাপক প্রস্তুতি। শনিবার তো কাজ চলেছে মধ্যরাত পর্যন্ত। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যদের এই সময় ব্যস্ত থাকতে দেখা গেছে। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে লাইট, মাইকিং সবকিছুই পরীক্ষা করে দেখা হয়েছে। সামনে থেকে দেখভাল করেছেন খোদ বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল ও সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।

দ্বিতীয় পর্বে দর্শক মাতাতে মঞ্চে আসবেন ভারতীয় সঙ্গীত তারকা সনু নিগাম। তার পরিবেশনা শেষে কিছুক্ষণ চলবে লেজার লাইট শো। এরপর রাত ৮টা ৫৫ মিনিটে গান গাইবেন ভারতীয় সঙ্গীত তারকা কৈলাস খের।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top