সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


মেসির হ্যাটট্রিকে বার্সার বড় জয়


প্রকাশিত:
৯ ডিসেম্বর ২০১৯ ০০:৫৭

আপডেট:
১০ ডিসেম্বর ২০১৯ ০০:২৯

প্রভাত ফেরী ডেস্ক: মেসির রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি'অর জয়ের স্মৃতিটা তরতাজা। ক্যাম্প ন্যুতে তাই সঙ্গে করে এনেছিলেন পুরস্কারটা। কাতালান ভক্তদের সামনে সেরার নিশানটা উঁচিয়ে ধরলেন। তিন পুত্রের সঙ্গে ছবি তুললেন। রেকর্ড ষষ্ঠ ব্যালন ডি’অর জিতে পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। এরপর উজ্জীবিত মেসি মাঠে দেখালেন দুর্দান্ত ফুটবল। বুঝিয়ে দিলেন, অবসর নিয়ে তার মন্তব্য ছিল ছল। বরং আরও একটি ব্যালন ডি'অরের পথেই ছুটছেন তিনি। এবার আরেকটি রেকর্ডেও প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেললেন বার্সেলোনা ফরোয়ার্ড।

গতকাল হ্যাট্রিকের মাধ্যমে ক্রিস্টিয়ানো রোনালদোকে টপকালেন মেসি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ডটি হলো স্প্যানিশ লিগের সর্বোচ্চ হ্যাট্রিককারী ফুটবলার হলেন তিনি। গতকাল শনিবার রাতে ৫-২ গোলে জিতে তার দল। এতদিন ধরে এককভাবে এই লীগে সবচেয়ে বেশি হ্যাট্রিককারী ফুটবলারের (৩৪ টি) খেতাব নিজের দখলে রেখেছিলেন রোনালদো। এবার এই রেকর্ডটি একান্তই নিজের করে নিলেন মেসি।

ম্যাচের ১৭, ৪১ এবং ৮৩ মিনিটে গোল করে লা লিগায় নিজের ৩৫তম হ্যাটট্রিক পূর্ণ করেন লিওনেল মেসি। আর তাতেই ক্রিস্টিয়ানো রোনালদোর লা লিগায় করা ৩৪টি হ্যাটট্রিকের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন মেসি। এটি বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসির ৪৭টি। এই ম্যাচে হ্যাটট্রিক করে লা লিগায় চলতি মৌসুমের সর্বোচ্চ গোলদাতাও বনে গেছেন মেসি। এর আগে ১১ গোল নিয়ে শীর্ষে ছিলেন বেনজেমা। আর মায়োর্কার বিপক্ষে হ্যাটট্রিক করা মেসির গোল সংখ্যা ১২টি।

এ ম্যাচে রিয়ালের চেয়ে বেশি পয়েন্ট পাওয়ার উপায় ছিল না বার্সেলোনার। তবে গোল ব্যবধানে ব্লাঙ্কোসদের পেছনে ফেরার সুযোগ ছিল। সঙ্গে রিয়ালের থেকে সব আলো কেড়ে নিজেদের দিকে ফেরানোর পথ খোলা ছিল। মেসির হ্যাটট্রিকের সঙ্গে নতুন ত্রয়ীর রসায়নে সেটাই করেছে বার্সা। রিয়াল মায়োরকাকে ৫-২ গোলে বিধ্বস্ত করে পয়েন্ট টেবিলের খেলাটা জমিয়ে তুলেছেন ভালভার্দের শিষ্যরা।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top