মাঠে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্স, নাঈমের ঝড়ো ফিফটি
প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০১৯ ০২:৪৯
আপডেট:
১৫ ডিসেম্বর ২০১৯ ০৩:০৪

প্রভাত ফেরী ডেস্ক: বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের প্রথম অংশের শেষ দিন আজ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও রংপুর রেঞ্জার্স। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম।
এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম দুই ম্যাচে তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রায়াদ এমরিট। রংপুরের অধিনায়ক যথারীতি মোহাম্মদ নবী।
বঙ্গবন্ধু বিপিএলের প্রথম পর্বে দেশি ক্রিকেটাররা সফল। বিশেষ করে ব্যাটিংয়ে। বিশ্রাম ও বিরতি কাটিয়ে ক্রিকেটে ফেরা তামিম ইকবাল শুক্রবার নিজের দ্বিতীয় ম্যাচে দারুণ এক ইনিংস খেলেছেন। মোহাম্মদ মিঠুন ব্যাটে রান পেয়েছেন। লিটন দাসের ব্যাট হেসেছে। সৌম্য সরকার বড় রান না পেলেও একেবারে ব্যর্থ হননি। এবার রান ফোয়ারা ছোটালেন বাংলাদেশ জাতীয় দলের লাইনে নতুন যোগ হওয়া তরুণ তারকা নাঈম শেখ।
মাত্র ২৬ বলেই চলতি বিপিএলে নিজের প্রথম অর্ধশতক তুলে নেন মারকুটে এই ব্যাটসম্যান। ৬টি চার আর ৩টি ছয়ে নাইম পূর্ণ করেন নিজের প্রথম অর্ধশতক। এরপর থেমে যাননি নাইম; ঝড়ো ব্যাটিং অব্যাহত রেখে নিজের ক্যারিয়ারে বিপিএলের প্রথম অর্ধশতকের আশাও দেখাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত ৫৪ বলে ৭৮ রানের ইনিংস খেলে ফিরে যান এই উদ্বোধনী ব্যাটসম্যান।
রংপুরের ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ নাইম ছাড়া বড় ইনিংস খেলতে পারেননি আর কোনো ব্যাটসম্যানই। অধিনায়ক মোহাম্মদ নবী ১২ বলে ঝড়ো ২১ রানের ইনিংস খেলে আউট হয়ে যান। এরপর লুইস গ্রেজয়ের ১১ আর শেষ দিকে তাসকিনের ১১ রানে ১৫৭ রানে থামে রংপুরের ইনিংস। আর তাতেই চট্টগ্রামের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৫৮ রানের।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আভিশকা ফার্নান্দো, চ্যাডউইক ওয়ালটন, ইমরুল কায়েস, রায়ান বার্ল, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, রুবেল হোসেন, কেসরিক উইলিয়ামস, মুকতার আলি এবং মেহেদি হাসান রানা।
রংপুর রেঞ্জার্স একাদশ
মোহাম্মদ শাহজাদ, মোহাম্মদ নাইম শেখ, জহুরুল ইসলাম, লুইস গ্রেগরি, টম অ্যাবল, নাদিফ চৌধুরী, মোহাম্মদ নবী, মোস্তাফিজুর রহমান, আরাফাত সানি, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: