আশা আর শঙ্কা নিয়ে পাকিস্তানের সফরে বাংলাদেশ ক্রিকেট দল
প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২০ ২২:১৮
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:১৬

প্রভাত ফেরী ডেস্ক: অনেক নাটকীয়তার পর অবশেষে পাকিস্তান সফরে গেল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম দফায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে টাইগাররা সেখানে গেছে আশা আর শঙ্কা নিয়ে। শঙ্কাটা যে নিরাপত্তা নিয়ে, তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সেই শঙ্কাকে পাশে সরিয়ে রেখে ক্রিকেটাররা ব্যক্ত করলেন পাকিস্তান জয়ের আশাবাদ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে বুধবার রাত ৮টায় লাহোরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে টাইগাররা। এই লাহোরেই ২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল। এরপর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি বললেই চলে। তবে সাম্প্রতিক অতীতে দেশটি সফর করেছে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ আর শ্রীলঙ্কার মতো দল। এবার গেল টিম বাংলাদেশ।
নজিরবিহীন নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়েই পাকিস্তান গেছে টাইগাররা। তারা ঘাঁটি গেড়েছে সেই লাহোরেই। আজ সেখানকার গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন সেরে শুক্রবার এই ভেন্যুতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলতে নামবে মাহমুদউল্লাহর দল। এই গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের পরবর্তী ম্যাচ দুটো অনুষ্ঠিত হবে ২৫ এবং ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচই হবে দিনের আলোয়। খেলা শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টা এবং বাংলাদেশ সময় বিকাল ৩টায়। এর আগে ২০০৮ সালে সবশেষ পাকিস্তান সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার সবগুলো ম্যাচই হেরেছিল টাইগাররা।
শুধু সেবারই নয়, পাকিস্তানের মাটিতে এখন পর্যন্ত কোনো ম্যাচই জেতা হয়নি বাংলাদেশের। এবার সেই আক্ষেপ ঘুচাতে চায় তারা। কিন্তু দেশটির নিরাপত্তা নিয়ে যে শঙ্কা, সেই শঙ্কা মন থেকে দূরে সরিয়ে রেখে মাঠের ক্রিকেটে সেরাটা দেওয়া মোটেও সহজ হবে না। তবে অধিনায়ক মাহমুদউল্লাহ জানিয়ে গেছেন নিরাপত্তা নিয়ে শঙ্কিত নন তারা। সাকিব-মুশফিকহীন সফরে মন দিচ্ছেন মাঠের ক্রিকেটে, ‘এই মুহূর্তে বলতে পারি, এটা নিয়ে কেউ চিন্তিত নয়। সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু খেলার কথাই চিন্তা করছি। ওখানে কীভাবে ভালো করব, জিতব, সেটা নিয়েই ভাবছি।’
নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় দলের সঙ্গে পাকিস্তান সফরে যাননি মুশফিকুর রহিম। যাননি কোচিং স্টাফের সব সদস্যও। তবে গেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। দুদিন আগেই টাইগারদের পেস বোলিং কোচ হিসেবে বিসিবির সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হওয়া ওটিস গিবসনও দলের সঙ্গী হয়েছেন। বুধবার ঢাকায় এসে নতুন শিষ্যদের সঙ্গে ধরেছেন লাহোরগামী বিশেষ বিমান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: