বুরুন্ডির কাছে হেরে গোল্ডকাপ থেকে বিদায় বাংলাদেশ


প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২০ ২১:০৫

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৯:১৬

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী : বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বুরুন্ডির কাছে হেরে বিদায় নিল বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বুরুন্ডির বিপক্ষে মাঠে নেমেছিল স্বাগতিকরা। পূর্ব আফ্রিকার দল বুরুন্ডি প্রথমবার এসেই বাংলাদেশকে হারিয়েছে ৩-০ গোলে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরুর ৪ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন আগের ম্যাচের জয়ের নায়ক মতিন মিয়া। এছাড়া তপু-ইয়াসিন না থাকার অভাবও বোধ হয়েছে ম্যাচ জুড়েই।

এরপর বেশ কিছু সহজ সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ৪২ মিনিটে সাদ গল করার সুযোগ পেলেও রেফারি অফ সাইডের বাঁশি বাজান। এক মিনিট পরই ফিরতি আক্রমণে বাংলাদেশের দুর্বল রক্ষণের সুযোগ কাজে লাগিয়ে গাবনজিজা ব্যালেনচার্ডের পাস থেকে গোল করে বুরুন্ডিকে এগিয়ে দেন শিমরিমানা জসপিন।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ফের জসপিনের হেডে ব্যবধান ২-০ করে বিরতিতে যায় বুরুন্ডি। দ্বিতীয়ার্ধে তুলনামূলক বেশি আক্রমণাত্মক ছিলেন জামাল ভূঁইয়া, সাদ, সুফিলরা। কিন্তু বুরুন্দির গোলরক্ষককে কেউই ফাঁকি দিতে পারেননি। ফিনিশিংয়ের অভাবে কোনো গোল করতে পারেনি বাংলাদেশ। এর মাঝে ৭৯ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে বুরুন্দির জয় নিশ্চিত করেন জসপিন।

শনিবার এবারের আসরের ফাইনালে ফিলিস্তিনের মুখোমুখি হবে তারা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৪টায়।


বিষয়: গোল্ডকাপ


আপনার মূল্যবান মতামত দিন:


Top