রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত:
৭ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৩:২২

ছবি: সংগৃহীত

প্রভাত ফেরী ডেস্ক: চারপাশটা ছবির মতো সুন্দর। কিন্তু সেই সৌন্দর্য দেখার সুযোগ কই মুমিনুল-তামিম-মাহমুদউল্লাহদের? বলতে গেলে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে তাদের। টি-টোয়েন্টি সিরিজে যাচ্ছেতাইভাবে হেরে গেছে বাংলাদেশ। পাকিস্তানের মাটিতে এবার নতুন শুরু। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে মুমিনুল হকের দল। এ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।

প্রায় দুই দশকের টেস্ট ইতিহাসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল খেলেছে মাত্র ১০টি ম্যাচ। আর যদি হিসেব করা পাকিস্তানের মাটিতে গিয়ে টেস্ট খেলার কথা, তাহলে সংখ্যাটি নেমে আসবে তিনে।

সেই তিনটি ম্যাচই আবার এক সফরে। ২০০৩ সালে খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে স্বরণীয় সফরে তিন টেস্ট খেলেছিল বাংলাদেশ। অর্থাৎ গত ১৭ বছরে একবারও পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেনি টাইগাররা।

অবশেষে ঘটলো এ দীর্ঘ বিরতির অবসান। প্রায় ১৭ বছর পর ফের পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। যেখানে টস হেরে আগে ব্যাটিং করবে মুমিনুল হকের নেতৃত্বাধীন দল।রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলি।

দুই দলের মুখোমুখি দ্বৈরথে একক আধিপত্য পাকিস্তানের। দশ ম্যাচের মধ্যে নয়টিতেই জিতেছে পাকিস্তান। ২০১৫ সালে খুলনায় তামিম ইকবাল ও ইমরুল কায়েসের রেকর্ডগড়া জুটিতে একমাত্র ড্র পায় বাংলাদেশ।

দেশ ছাড়ার আগে ব্যাটিং অর্ডার নিয়ে স্পষ্ট ধারণা দিয়ে গেছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সেই হিসেবে তামিমের সঙ্গে ওপেন করার জোর সম্ভাবনা অভিষেকের অপেক্ষায় থাকা সাইফ হাসান। দুই টেস্ট খেলা নাজমুল হোসেন শান্ত ক্যারিয়ারের তৃতীয় টেস্টে নামবেন তিন নম্বরে। তাতে চার নম্বরে নেমে যাবেন অধিনায়ক মুমিনুল। পাঁচ নম্বরে মুশফিকের জায়গা পূরণ করার ভার মোহাম্মদ মিঠুনের কাঁধে। মাহমুদউল্লাহ ছয়ে খেললে উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সাতে নামবেন লিটন। একাদশের বাকি চারজনের মধ্যে তিন বিশেষজ্ঞ পেসার- আবু জায়েদ, ইবাদত হোসেন ও রুবেল হোসেন। আর একমাত্র স্পিনার হিসেবে দেখা যাবে তাইজুলকে।

পিন্ডি টেস্টের আগে বাংলাদেশের অনুপ্রেরণা হতে পারে মুলতান টেস্ট। জয়ের সম্ভাবনা জাগিয়েও ইনজামাম-উল-হকের দুর্দান্ত ইনিংসে ১ উইকেটে হারতে হয়েছিল বাংলাদেশকে। হাতের মুঠো থেকে জয় বেরিয়ে যাওয়ায় কান্নায় ভিজেছিল মাহমুদদের চোখ। সময়ের পালা বদলে বাংলাদেশ টেস্টে পার করে দিয়েছে অনেকদিন। তবুও হতাশার দৃশ্যগুলো একইভাবে ধরা দেয়। টানা পাঁচ টেস্টে হারের সেই ছবি কি এবার বদলাবে? মুমিনুল শোনালেন আশার কথা, ‘হারের বৃত্ত ভাঙতে হবে। আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আশা করছি নতুনভাবে শুরু করতে পারব।’

বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, লিটন দাস (উইকেটকিপার), তাইজুল ইসলাম, রুবেল হোসেন, আবু জায়েদ, ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ
আজহার আলী (অধিনায়ক), শান মাসুদ, আবিদ আলী, বাবর আজম, হারিস সোহেল, আসাদ শফিক, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শাহীন আফ্রিদি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top