প্রথম দিনেই ২৩৩ রানে অলআউট বাংলাদেশ
প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৭
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৩:২৪

প্রভাত ফেরী ডেস্ক: শেষ ব্যাটসম্যান হিসেবে আবু জায়েদের রান আউটে বাংলাদেশ গুটিয়ে গেছে ২৩৩ রানে। মোহাম্মদ মিঠুনের ৬৩ রানই রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের হাইলাইটস। সফরকারীদের ইনিংসের পর আলোর স্বল্পতায় শেষ হয়ে যায় প্রথম দিনের খেলা।
থিতু হয়েও ব্যাটসম্যানরা লম্বা ইনিংস খেলতে পারলেন না, রাওয়ালপিন্ডি টেস্টে তারই খেসারত দিল বাংলাদেশ। স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে দৃষ্টিকটুভাবে আউট হয়েছেন মুমিনুল-মাহমুদউল্লাহরা। মোহাম্মদ মিঠুনের লড়াইয়ের পরও দলের পুঁজিতে তাই ২৩৩ রানের বেশি জমা হয়নি। পেসসহায়ক উইকেট থেকে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসরা বাড়তি সুবিধা পেয়েছেন ঠিকই, তবে সেখানে রান করা অত কঠিন কিছু ছিল না। দারুণ এক হাফসেঞ্চুরিতে সেটাই দেখিয়েছেন মিঠুন।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। প্রথম ওভারেই অভিষিক্ত সাইফ হাসানকে শূন্য রানে ফেরান শাহিন। পরের ওভারে দারুণ এক ডেলিভারিতে তামিমকে লেগবিফোরের ফাঁদে ফেলেন আব্বাস। ৩ রানেই ২ উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলে ফেরা নাজমুল হোসেন শান্তকে নিয়ে কঠিন সময় পার করে দেন অধিনায়ক মুমিনুল। দুই ব্যাটসম্যান খেলছিলেন আস্থার সঙ্গে, গড়ে ওঠে ৫৯ রানের জুটি। কিন্তু শাহিনের অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন মুমিনুল (৩০)।
টেস্টে আগের চার ইনিংস মিলিয়ে ৪৮ রান করা শান্ত ছিলেন প্রথম হাফসেঞ্চুরির পথে। কিন্তু মধ্যাহ্নভোজের পর প্রথম ওভারেই খেই হারান এই বাঁহাতি। মুমিনুলের মতো তিনিও অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে কট বিহাইন্ড হন। তার আগে ৬ চারে ৪৪ রান করেন তিনি। শুরুতে নড়বড়ে থাকা মাহমুদউল্লাহ ধীরে ধীরে মানিয়ে নিচ্ছিলেন। তিনিও আউট হন অনেকটা দূরের বল তাড়া করতে গিয়ে। ২৫ রান করা মাহমুদউল্লাহর বিদায়ে ১০৭ রানেই ৫ উইকেট খুইয়ে বসে বাংলাদেশ।
৫৪ রানের জুটিতে ওই ধাক্কা সামলে নিয়েছিলেন লিটন দাস আর মিঠুন। স্বভাবসুলভ আক্রমণাত্মক ধাঁচে দারুণ খেলছিলেন লিটন। কিন্তু ৭টি চারে ৪৬ বলে ৩৩ রান করার পর হারিস সোহেলের বলে লেগবিফোরের ফাঁদে পড়েন এই কিপার-ব্যাটসম্যান। তবে লড়াই জারি রাখেন মিঠুন। তাইজুল ইসলামকে নিয়ে গড়েন ৫৩ রানের জুটি। তাতেই ২০০ রান পেরিয়ে যায় টাইগাররা। দারুণ খেলতে থাকা তাইজুল হারিসকে উঠিয়ে মারতে গিয়ে বিপদ ডাকেন। ২৪ রান করে ফেরেন সাজঘরে।
তাইজুল ফেরার পর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলাদেশের ইনিংস। তবু একপ্রান্ত আগলে দলকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন মিঠুন। ১৪০ বলে ৭টি চার আর একটি ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলেন এই ডানহাতি। তিনি ফেরার পর আর তিন বলই স্থায়ী হয় সফরকারীদের ইনিংস। মাত্র ১৯ রানের ব্যবধানে শেষ ৪ উইকেট হারায় তারা। দ্বিতীয় নতুন বল নেওয়ার ১৭ বলের মধ্যে বাংলাদেশের প্রথম ইনিংস গুটিয়ে দেয় পাকিস্তানি পেসাররা। ৫৩ রানে ৪ উইকেট নেন শাহিন। দুটো করে উইকেট নিয়েছেন হারিস আর আব্বাস।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : প্রথম ইনিংসে ৮২.৫ ওভারে ২৩৩ (তামিম ৩, সাইফ ০, শান্ত ৪৪, মুমিনুল ৩০, মাহমুদউল্লাহ ২৫, মিঠুন ৬৩, লিটন ৩৩, তাইজুল ২৪, রুবেল ১, আবু জায়েদ ০, ইবাদত ০*; শাহিন ৪/৫৩, আব্বাস ২/১৯, নাসিম ১/৬১, হারিস ২/১১)
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: