সিডনী বৃহঃস্পতিবার, ২রা মে ২০২৪, ১৯শে বৈশাখ ১৪৩১


ফুটবলকে বিদায় জানালেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইকার ক্যাসিয়াস


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২০ ১০:৫৭

আপডেট:
২০ ফেব্রুয়ারি ২০২০ ১১:০০

বিশ্বকাপ হাতে ইকার ক্যাসিয়াস

প্রভাত ফেরী: বিশ্বকাপ জিতেছিলেন। স্প্যানিশ ফুটবলের রূপকথার নায়ক তিনি। সেই ইকের ক্যাসিয়াসই সমস্ত ধরনের ফুটবল থেকে অবসর নিলেন। ২৪ ঘণ্টা আগেই ক্যাসিয়াস জানিয়ে দিয়েছিলেন, তিনি স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে লড়বেন। সেই ঘোষণার পরেই পোর্তো এফসির প্রেসিডেন্ট জর্জে নুনো পিন্টো দা কোস্তা জানিয়ে দিলেন, অবসর নিচ্ছেন মহাতারকা।  

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বিশ্বকাপজয়ী স্পেনের সাবেক অধিনায়ক ইকার ক্যাসিয়াস। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া দেশটির ফুটবলের সর্বোচ্চ পদে নির্বাচন করবেন বলে নিজের টুইটারে একথা জানান সাবেক এই তারকা ফুটবলার।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্তুগিজ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পোর্তো সভাপতি বলেন, ‘স্প্যানিশ ফুটবল সংস্থায় নির্বাচনে লড়ার আগে ক্যাসিয়াস আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সেখানেই আমাকে জানায়, ও অবসর নিতে চলেছে।’

রিয়াল মাদ্রিদ থেকে ২০১৫ সালে পোর্তোয় যোগ দিয়েছিলেন তারকা গোলরক্ষক। গত বছর এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হন ক্যাসিয়াস। এরপর থেকে কোনো প্রতিযোগিতামূলক ফুটবলে অংশ নেননি তিনি। বর্তমান প্রজন্মের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে মানা হয় তাঁকে। তাঁর অধিনায়কত্বেই এক দশক আগে দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ জিতেছিল স্পেন।

স্পেনের জার্সিতে ১৬৭টি ম্যাচে অংশ নিয়েছেন ক্যাসিয়াস। বিশ্বকাপ জেতার পাশাপাশি দুটি ইউরোও জিতেছেন তিনি (২০০৮ ও ২০১২)। আন্তর্জাতিক ফুটবলের পাশাপাশি ক্লাব ফুটবলেও সমানভাবে উজ্জ্বল তিনি। রিয়াল মাদ্রিদের জার্সিতে ৭০০টিরও বেশি ম্যাচ খেলেছেন। রিয়ালের জার্সিতে পাঁচটা লা লিগা জেতার সঙ্গে তিনবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছেন। ক্যাসিয়াস খেলা থেকে অবসর নেওয়ার পর আপাতত প্রশাসনে আসতে আগ্রহ প্রকাশ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top