২৬৫ রানেই অলআউট হলো জিম্বাবুয়ে
প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারি ২০২০ ০৫:০৫
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৩:১৯

প্রভাত ফেরী : ২৬৫-তে এসে থেমে গেল জিম্বাবুয়ের প্রথম ইনিংস। বাংলাদেশের সঙ্গে একমাত্র টেস্টে দ্বিতীয় দিন রোববার আর মাত্র ৩৭ রান যোগ করে বাকি ৪ উইকেট খুইয়ে অলআউট হয়ে গেল ক্রেগ এরভিনরা।
বাংলাদেশের পেসার আবু জায়েদ ও স্পিনার নাইম হাসান ৪টি করে উইকেট নেন। ২টি উইকেট শিকার করেন আরেক স্পিনার তাইজুল ইসলাম। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিন ৬ উইকেটে ২২৮ রান করেছিলো জিম্বাবুয়ে।
এর আগে, শনিবার সকালে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার একমাত্র টেস্টে টসে হেরে প্রথমে ফিল্ডিং করেছে টাইগাররা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন।
শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টটি শুরু হয়েছে। স্পিনবান্ধব এই উইকেটে বাংলাদেশ দুইজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে খেলতে নেমেছে। তাইজুল ইসলামের সঙ্গে একাদশে রয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান। ব্যাটিংয়ে যথারীতি ওপেন করবেন তামিম ইকবাল। সঙ্গে থাকবেন সাইফ হাসান।
সর্বশেষ ৬ টেস্টের পাঁচটিতেই বাংলাদেশের ফলাফল ইনিংস ব্যবধানে পরাজয়। সুতরাং এ টেস্ট টিম বাংলাদেশের ভাবমূর্তি পুনরুদ্ধারের টেস্ট।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ
প্রিন্স মাসভাউরে, কেভিন কাসুজা, ক্রেগ অরভিন (অধিনায়ক), ব্র্যান্ডন টেলর (উইকেটরক্ষক), টিমিসেন মারুমা, সিকান্দারা রাজা, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), ডোনাল্ড তিরিপানো, এন্সলে এনদিলোভু, ভিক্টর নায়াউচি ও চার্লটন সুমা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: