খেলার সাথে লজ্জা, আত্মসম্মান আমি মেলাতে পারি না: মাশরাফী


প্রকাশিত:
১ মার্চ ২০২০ ০২:৫৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৩:২২

সংবাদ সম্মেলনে ক্ষিপ্ত মাশরাফী

প্রভাত ফেরী: ইংল্যান্ডে অনুষ্ঠিত সেই ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বশেষ সংবাদ সম্মেলনে এসেছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। দীর্ঘ দিন পর আবারও গণমাধ্যমের মুখোমুখি হলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক। যেখানে বিশ্বকাপ ও বিপিএলে পারফরম্যান্স নিয়ে ম্যাশের দিকে ধেয়ে এল এক প্রশ্ন।

সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাঠের বাইরের নানা আলোচনা আত্মসম্মানে লাগে কিনা প্রশ্নে মাশরাফির ক্ষোভ, ‘আত্মসম্মান বা লজ্জা… আমি কি চুরি করি মাঠে? আমি কি চোর? খেলার সঙ্গে লজ্জা, আত্মসম্মান এসব আমি মেলাতে পারি না। এত জায়গায় চুরি-চামারি হচ্ছে, তাদের লজ্জা নাই? আমি উইকেট না পেলে লজ্জা লাগবে? উইকেট না-ই পেতে পারি। আমার সমালোচনা আপনারা করবেন। সমর্থকেরা করবে। কিন্তু লজ্জা পেতে হবে কেন? উইকেট না পেলে সমালোচনা হবেই। কেউ সমালোচনা করুক, সমস্যা নেই। কিন্তু ক্রিকেট খেলতে এসে আমি কি আত্মসম্মান বিসর্জন দিয়েছি? আমি কি অন্য দেশের হয়ে খেলছি নাকি চুরি-চামারি করছি?’

টাইগার অধিনায়ক বলেন, ‘দেখুন পারফরম্যান্সের কোনো গ্যারান্টি নেই। আমি পারফর্ম করবই এমন গ্যারান্টি দিতে পারব না। এই গ্যারান্টি পৃথিবীর কেউই দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দেওয়া যায় যে আমি শতভাগ চেষ্টাটা করছি কিনা। সেই চেষ্টার গ্যারান্টি আমি দিতে পারব।’

তিনি বলেন, ‘কোনো কিছু প্রমাণ করার জন্য আমি কখনো ক্রিকেট খেলিনি। নিজের চেষ্টায় ক্রিকেট খেলেছি। আর সোশ্যাল মিডিয়ায় কি প্রশ্ন উঠছে সেটা আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আপনার মনে কি প্রশ্ন আছে সেটাই আমাকে করুন। আবারও বলছি, আমি কখনো কারো কাছে নিজেকে প্রমাণ করার জন্য ক্রিকেট খেলিনি। আমি বাংলাদেশের হয়ে খেলেছি। বাংলাদেশ দলকে জেতানো আমাদের প্রত্যেক খেলোয়াড়ের দায়িত্ব। সেরাটা দেয়া আমাদের দায়িত্ব। চেষ্টা করে যাওয়াটা আমাদের দায়িত্ব। সেই চেষ্টা যাতে সফল হয় সেটাই আমরাই সবসময় করে থাকি।’

প্রশ্নের দ্বিতীয় অংশ অর্থাৎ সাম্প্রতিক সময়ের অফ ফর্মের কারণে থাকা চাপের ব্যাপারে মাশরাফি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটা ম্যাচেই চাপ থাকে, এটা থাকবেই। মুশফিক গত ম্যাচে দুইশ করল। পরে যখন সে খেলতে নামবে, তখন কি কোনো চাপ থাকবে না? এটা থাকবেই। আমার ক্ষেত্রে সবকিছু মিলিয়ে হয়তো জিনিসটা একটু জটিল জায়গায় আছে। কিন্তু এর মানে এই না যে, এ জায়গা থেকে বের হতে পারব না। আবার একই সময়ে আমি গ্যারান্টিও দিতে পারব না যে, কালকেই পাঁচ উইকেট পেয়ে যাব। প্রত্যেক খেলোয়াড়ের এমন একটা সময় আসেই। তখন প্রত্যেকটা দিনই তার জন্য চ্যালেঞ্জিং। আমিও হয়তোবা এমন অবস্থায় আছি।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top