শেষ বল জিতে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ


প্রকাশিত:
৪ মার্চ ২০২০ ০৩:২২

আপডেট:
৪ মার্চ ২০২০ ১৮:২৭

ছবি: বিসিবি থেকে নেয়া

প্রভাত ফেরী: দুই দলের মধ্যে শক্তিমত্তার বড় পার্থক্য। বাংলাদেশ যখন ৩২২ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে, হেসেখেলে জয়ই দেখে ফেলেছিলেন সমর্থকরা। কিন্তু প্রথম ওয়ানডেতে উড়ে যাওয়া জিম্বাবুয়ে এবার হাল ছাড়লো না। লড়াই করলো শেষ বল পর্যন্ত।

এত বিশাল রান তাড়া করে জিম্বাবুয়ে কখনোই জিততে পারেনি বাংলাদেশের বিপক্ষে। এবারও পারল না। যদিও চেষ্টা তারা চালিয়েছিল দুর্দান্ত। অষ্টম উইকেট জুটিতে ৪৫ বলে ৮০ রান যোগ করে জিম্বাবুয়ে ম্যাচে জয়ের কাছাকাছি পৌঁছে যায়। শেষ ওভারে ম্যাচ জিততে তাদের প্রয়োজন দাঁড়ায় ২০ রানের। শেষ দুই বলে সেই হিসেব কমে দাঁড়াল ৬ রানে। কিন্তু আল-আমিন শেষ ওভারে স্নায়ু চাপের লড়াইয়ে ঠিকই জিতলেন এবং বাংলাদেশ ম্যাচ জিতল ৪ রানের ছোট্ট ব্যবধানে।

বাংলাদেশের জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, ঠিক তখনই সিলেটে ঝড় তুললেন ডোনাল্ড তিরিপানো। চার-ছক্কার ফুলঝুড়িতে উল্টো জয়ের স্বপ্ন দেখান তিনি জিম্বাবুয়েকে। শেষ বল পর্যন্ত জমে থাকা উত্তেজনাকর ম্যাচে অঘটনের জন্ম হয়নি। শেষ হাসি হেসেছে বাংলাদেশই।

সিরিজের প্রথম ম্যাচের সঙ্গে স্ক্রিপ্টের সঙ্গে দ্বিতীয় ম্যাচের অনেক কিছু মিলে গেল। এবারও বাংলাদেশের ওপেনার সেঞ্চুরি করলেন। প্রথম ম্যাচে করেছিলেন লিটন দাস। এবার সেঞ্চুরির সেই শূন্যস্থান পূরণ করলেন তামিম ইকবাল। ২৩ ম্যাচ পরে ওয়ানডেতে সেঞ্চুরি তুলে নিয়ে তামিম ইকবাল গড়লেন নতুন রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ১৫৪ রানের আগের রেকর্ডটাও ছিল তামিমেরই। এই ম্যাচে তামিম নিজের সেই রেকর্ডকে আরেকটু উপরে নিয়ে গেলেন। করলেন ১৫৮ রান। ১৩৬ বলে ২০ বাউন্ডারি ও ৩ ছক্কায় তামিমের এই ইনিংস জানিয়ে দিল তাকে নিয়ে সমালোচনার দিন শেষ! যে দাপুটে কায়দায় বাংলাদেশি এই ওপেনার ব্যাটিং করলেন তাতে এই ম্যাচকে ‘তামিমের ম্যাচ’-এমন নামে ডাকার দাবি উঠতেই পারে!

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও মিডলঅর্ডার ব্যাটসম্যানরা রান পেলেন। মুশফিক করলেন হাফসেঞ্চুরি। মাহমুদউল্লাহ রিয়াদ ওয়ানডে ফর্ম দেখালেন। লেট মিডলঅর্ডারে মোহাম্মদ মিঠুন নিজের কার্যকারিতা প্রমাণ করলেন। শেষের ১৫ ওভারে বাংলাদেশ মেরে কেটে ব্যাট চালিয়ে ১৩২ রান যোগ করে। তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে যোগ হওয়া ১০৬ রানই এই ম্যাচ থেকে জিম্বাবুয়েকে ছিটকে দেয়।

দলের তিন ব্যাটসম্যানের হাফসেঞ্চুরি ছাড়া ব্যাটিংয়ে এই ম্যাচ থেকে জিম্বাবুয়ের আরেকটা বড় অর্জন আছে। শেষের সারির ব্যাটসম্যানরাও দলকে জেতানোর ক্ষমতা রাখেন-এই ম্যাচ থেকে সেই সান্ত্বনা নিয়েও ফিরছে জিম্বাবুয়ে। অষ্টম উইকেটে তিরিপানো ও মুতুমবদজি ৪৫ বলে ৮০ রানের জুটি গড়েন। বাংলাদেশের মাটিতে এই জুটিতে এটাই সর্বোচ্চ রানের নতুন রের্কড।

স্কোর:

বাংলাদেশ: ৩২২/৮ (৫০ ওভারে; তামিম ১৫৮, লিটন ৯, শান্ত ৬, মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৪১, মিঠুন ৩২*; মুম্বা ২/৬৪ ও তিরিপানো ২/৫৫)।

জিম্বাবুয়ে: ৩১৮/৮ (৫০ ওভারে; কুমুনহুইকামউই ৫১, মাদেভেরে ৫২, সিকান্দার রাজা ৬৬, রিচমন্ড মতুমবামি ১৯, টিনোতেন্দা মুতুমবদজি ৩৪, তিরিপানো ৫৫*; তাইজুল ৩/৫২ ও মাশরাফি ১/৫২)।

ফল: বাংলাদেশ ৪ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: তামিম ইকবাল।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top