অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিলেন মাশরাফি বিন মর্তুজা


প্রকাশিত:
৬ মার্চ ২০২০ ০২:৪২

আপডেট:
৬ মার্চ ২০২০ ১৭:২৯

ফাইল ছবি

প্রভাত ফেরী: অবশেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণাটা দিয়েই দিলেন মাশরাফি বিন মর্তুজা। সেই হিসেবে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটিই হবে অধিনায়ক হিসেবে তার শেষ ম্যাচ। বৃহস্পতিবার ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মাশরাফি বিন মর্তুজা।

সংবাদ সম্মেলনে এসে মাশরাফি জানালেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেটিই হবে আমার অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ।’

জানা গেছে, নেতৃত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এ প্রসঙ্গে মাশরাফি সাংবাদিকদের বলেন, ‘জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচই হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ। তবে খেলা চালিয়ে যাব আমি। তবে খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব। আজ সকালেই এ সিদ্ধান্ত নিয়েছি। পেশাদারিত্বের জায়গা থেকেই এমন সিদ্ধান্ত আমার।’

কেনও এভাবে হঠাৎ করে নেতৃত্ব ছাড়লেন, এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘এ মুহূর্তে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে বিসিবি। নতুন অধিনায়ক সেট করতে চাচ্ছে তারা। এ সিদ্ধান্তে আমি বোর্ডের সঙ্গে একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালাম।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top