অধিনায়ক হিসেবে শেষবার টস করতে নেমে হারলেন মাশরাফি
প্রকাশিত:
৭ মার্চ ২০২০ ০১:১৬
আপডেট:
৭ মার্চ ২০২০ ০১:২৮

প্রভাত ফেরী: জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। তাছাড়া দেশের সফলতম অধিনায়কের বিদায় বলে কথা। নেতৃত্বে আজই শেষ হচ্ছে মাশরাফি অধ্যায়। আর নেতৃত্ব দেওয়ার শেষ ম্যাচে টসে হেরে গিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। হেরে আগে ব্যাট করতে নামবে বাংলাদেশ দল। এটাই মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ দলের শেষ ম্যাচ।
পঞ্চাশতম ওয়ানডে জয়ের হাতছানি অধিনায়ক মাশরাফি মুর্তজার সামনে। শেষবার নামলেন টস করতে। জিম্বাবুয়ের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য এটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অধিনায়ক মাশরাফির শেষ ম্যাচ বলে।
এ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে মুশফিকুর রহিমকে। আঙুলের চোটে ছিটকে গেছেন নাজমুল হোসেন। তাই শেষ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে দুজনের-আফিফ হোসেন ও মোহাম্মদ নাঈম। এর আগে দুজনেই টি-টোয়েন্টি খেলেছেন। কিন্তু ওয়ানডে খেলা হয়নি। মাশরাফির নেতৃত্বে একেবারের শেষ বেলায় দুজনের অভিষেক হলো। দ্বিতীয় ওয়ানডেতে বাদ পড়া মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান খেলছে শেষ ম্যাচে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, লিটন দাস, মোহাম্মদ নাঈম, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে: শন উইলিয়ামস (অধিনায়ক), টিনাশে কামুনহুকামওয়ে, রেগিস চাকাবা, ব্রেন্ডন টেলর, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটকিপার), টিনোটেন্ডা মুতুম্বজি, ডোনাল্ড টিরিপানো, চার্লটন টিশুমা, কার্ল মুম্বা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: