সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


হোয়াইটওয়াশের লক্ষে বিকালে মাঠে নামছে বাংলাদেশ


প্রকাশিত:
১১ মার্চ ২০২০ ২০:২৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ১১:০৯

ফাইল ছবি

প্রভাত ফেরী: টেস্টে ১-০, ওয়ানডে সিরিজে ৩-০। জিম্বাবুয়েকে আরো একবার হোয়াইটওয়াশের লজ্জা দিতে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ। সেটি হলে ওয়ানডের পর আরও একটি হোয়াইটওয়াশের স্বাদ পাবে জিম্বাবুয়ে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়।

করোনা ভাইরাসের কারণে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মাঠে থাকবে সীমিত দর্শক। তাই উপচে পড়া গ্যালারির দেখা পাবে না মাহমুদউল্লাহরা।ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।

সফরের শুরু থেকে একচেটিয়া আধিপত্য ছিল বাংলাদেশের। একমাত্র টেস্টে জিম্বাবুয়েকে হারিয়েছে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। টেস্ট ও ওয়ানডেতে শতভাগ সাফল্য নিয়ে টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও হয়েছে দুর্দান্ত জয়ে। প্রথম টি-টোয়েন্টিতে তাদের হারিয়েছে ৪৮ রানে। বুধবার জয় পেলে জিম্বাবুয়েকে প্রথমবারের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার সুযোগ পাবে বাংলাদেশ।

দলকে আত্মতুষ্টিতে না ভোগার আহ্বান জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে আমাদের ধারাবাহিক হতে হবে। কারন জিম্বাবুয়ে যে কোন সময় জ্বলে উঠতে পারে।

টি-টোয়েন্টিতে টানা তিন ম্যাচসহ ১২বারের মুখোমুখিতে ৮টিতে জিতেছে টাইগাররা। ৪টিতে জয় পায় জিম্বাবুয়ে। তবে শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিতে সফরে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি ভালো কিছু পেতে মরিয়া জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস বলেন, বোলিং করার সময় আমরা লেন্থ ভুল করি। ব্যাট হাতে টপ অর্ডারে বড় জুটি না হওয়া আমাদের ডুবিয়েছে। ঐসব জুটিগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং এখানে ভাল করলে সম্ভবত আমরা প্রতিদ্বন্দিতা গড়ে তুলতে পারতাম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top