সিডনী শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


করোনা আতঙ্কে এবার এক বছর পিছিয়ে গেল কোপা আমেরিকা


প্রকাশিত:
১৮ মার্চ ২০২০ ২০:০২

আপডেট:
২৭ এপ্রিল ২০২৪ ০৬:২৭

ফাইল ছবি

প্রভাত ফেরী: বিশ্বব্যাপী করোনাভাইরাসের আক্রমণে ইউরো চ্যাম্পিয়নশিপের পর এবার লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠের টুর্নামেন্ট কোপা আমেরিকাও স্থগিত করা হয়েছে। চলতি বছরের জুন-জুলাই মাসে আর্জেন্টিনা ও কলম্বোতে হওয়ার ছিলো কোপা আমেরিকার এবারের আসর।

মঙ্গলবার সন্ধ্যায় লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্বের এ লড়াই এক বছর পেছানোর বিষয়টি ঘোষণা করে দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন (কনমেবল)। দুই আযোজক দেশ কলম্বিয়া ও আর্জেন্টিনায় ১২ জুন থেকে ১২ জুলাই পযর্ন্ত ১২ দলের কোপা আমেরিকা হওয়ার সময়সূচি ঠিক করা ছিল। একই সঙ্গে আয়োজকরা জানিয়েছেন, নতুন সূচিতে ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই পর্যন্ত হবে কোপা আমেরিকা। পিছিয়ে যাওয়া ইউরো চ্যাম্পিয়নশিপের নতুন সূচিও একই।

করোনার আতঙ্কে কোনও ঝুঁকি নিতে চায়নি কনমেবল। তাই কোপা এক বছর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার হয়েছে বলে জানিয়েছেন দমিনগেস, ‘সত্যিই ভীষণ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এখন। সবারই সতর্ক থাকা উচিত ভাইরাস থেকে দূরে থাকতে। এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু খেলোয়াড়দের স্বাস্থ্য ও লাতিন আমেরিকা ফুটবল পরিবারের সবার কথা বিবেচনায় নিয়ে সিদ্ধান্তটা নিতে হয়েছে।’

আগের সূচিতে ২০২০ সালের ১২ জুন শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল কোপা আমেরিকা। কিন্তু করোনা আতঙ্কে সামনের বছরে নিয়ে যেতে হয়েছে প্রতিযোগিতাটি।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top