রাশিয়া বিশ্বকাপে আত্মঘাতী গোলের দ্বিগুণ রেকর্ড


প্রকাশিত:
১৬ জুলাই ২০১৮ ০২:৩৪

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ০৮:২৯

রাশিয়া বিশ্বকাপে আত্মঘাতী গোলের দ্বিগুণ রেকর্ড

এমন রেকর্ডে কে নাম লেখাতে চায়! এমন বাজে রেকর্ড তো কেউ আর করতেও চায় না। কিন্তু প্রবল উত্তেজনা আর দারুণ চাপের মুখে তো আর সব কিছু ঠিক রাখা যায় না। রাখতে পারেননি এবারের রাশিয়া বিশ্বকাপের ১২জন ফুটবলার। যারা আত্মঘাতী গোল করে নিজের দলকে পিছিয়ে দিয়েছিলেন। সর্বশেষ এই তালিকায় যোগ হলেন ক্রোয়েশিয়ার মারিও মানজুকিচ।



ম্যাচের শুরুতেই কেউ আত্মঘাতী গোল খেয়ে বসলে সেই দলটির ভাগ্য কতটা হতাশাজনক হয়ে যায়, তা আর বলার অপেক্ষা রাখে না। প্রথমবারেরমত বিশ্বকাপের ফাইনালে উঠে আসা ক্রোয়েশিয়ান স্ট্রাইকার মারিও মানজুকিচ মাথায় বল ছুঁইয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন। এ নিয়ে রাশিয়া বিশ্বকাপে ১২তম আত্মঘাতী গোল হলো।



আত্মঘাতী গোলে রাশিয়া বিশ্বকাপ অনেক আগেই রেকর্ড গড়ে বসেছিল। এর আগে ১৯৯৮ বিশ্বকাপে সর্বোচ্চ ৬টি আত্মঘাতী গোল হয়েছিল। রাশিয়া বিশ্বকাপ উপহার দিয়েছে তার দ্বিগুণ। এবার হলো মোট ১২টি।



এবার দেখে নেয়া যাক রাশিয়া বিশ্বকাপে হয়েছে যে ১২টি আত্মঘাতী গোল



ইয়ান সোমার – সুইজারল্যান্ড (কোস্টারিকার বিপক্ষে)

আজিজ বেহিচ – অস্ট্রেলিয়া (ফ্রান্সের বিপক্ষে)

আহমেদ ফাথি – মিশর (রাশিয়ার বিপক্ষে)

এডসন আলভারেজ – মেক্সিকো (সুইডেনের বিপক্ষে)

আজিজ বুহাদ্দুজ – মরক্কো (ইরানের বিপক্ষে)

ওঘেনেকারো ইতেবো – নাইজেরিয়া (ক্রোয়েশিয়ার বিপক্ষে)

থিয়াগো সিয়োনেক – পোল্যান্ড (সেনেগালের বিপক্ষে)

ডেনিশ চেরিশেভ – রাশিয়া (উরুগুয়ের বিপক্ষে)

সার্জেই ইগ্নাশেভিচ – রাশিয়া (স্পেনের বিপক্ষে)

ইয়াসিন মেরিয়াহ – তিউনিশিয়া (পানামার বিপক্ষে)

ফার্নান্দিনহো – ব্রাজিল (বেলজিয়ামের বিপক্ষে)

মারিও মানজুকিচ – ক্রোয়েশিয়া (ফ্রান্সের বিপক্ষে, ফাইনালে)


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top