সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


অস্ট্রেলীয়রা করোনা ভ্যাকসিন পাবেন জানুয়ারিতে


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২০ ২২:৩১

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ০৬:১৩

 

প্রভাত ফেরী: করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনের প্রায় ৮৫ মিলিয়ন ডোজ প্রাপ্তি নিশ্চিত করা হবে বলে ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। দুটি ক্লিনিক্যাল ট্রায়ালে এই ভ্যাকসিনগুলো সফল প্রমাণিত হলে ২০২১ সালের জানুয়ারিতে বিনামূল্যে দেশটির জনগণকে সরবরাহ করা হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন জানান, অস্ট্রেলিয়া দুটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। কোম্পানি দুটির ভ্যাকসিন অনুমোদন পায় তাহলে ২০২১ সালে বিনামূল্যে প্রয়োগ শুরু হবে।

মরিসন জানান, এই ভ্যাকসিন কেনাতে খরচ হবে প্রায় ১.২৪ বিলিয়ন ডলার। জানুয়ারি থেকে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনা রয়েছে। তবে এর কোনও নিশ্চয়তা নেই।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী বলেন, তবে এই চুক্তিগুলোর ফলে ভ্যাকসিন প্রাপ্তির সামনের সারিতে আমরা হয়েছে। আমাদের চিকিৎসা বিশেষজ্ঞরা অনুমোদন দিলে প্রয়োগ শুরু হবে। 

যে দুটি ভ্যাকসিন কেনার বিষয়ে চুক্তি হয়েছে সেগুলোর একটি হলো অক্সফোর্ড ও আস্ট্রাজেনেকার। অপরটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড ও সিএসএল-এর। উভয় ভ্যাকসিনের দুটি ডোজ গ্রহণ করতে হবে।

তুলনামূলকভাবে অস্ট্রেলিয়া সফলতার সঙ্গেই করোনা নিয়ন্ত্রণ করছে। আড়াই কোটি জনসংখ্যার দেশটিতে ২৬ হাজারেরও বেশি লোক আক্রান্ত এবং ৭৫৩ জন মারা গেছে। এর মধ্যে অধিকাংশ গত দুই মাসে মেলবোর্ন অঙ্গরাজ্যে ঘটেছে। দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে কঠোর লকডাউনের মেয়াদ দুই সপ্তাহের জন্যে বাড়িয়েছে কর্তৃপক্ষ। দেশটিতে আরেক দফা সংক্রমণ থেকে রক্ষায় এবং নতুন আক্রান্তের সংখ্যা যথেষ্ট পরিমাণে না কমায় মেয়াদ বাড়ানো হয়েছে বলে রবিবার কর্মকর্তারা জানিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top