সিডনী রবিবার, ৮ই ডিসেম্বর ২০২৪, ২৪শে অগ্রহায়ণ ১৪৩১


এক বছর পেছাল অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো


প্রকাশিত:
২০ আগস্ট ২০২৪ ১২:০৪

আপডেট:
২০ আগস্ট ২০২৪ ১৬:১২

 

অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের কার্যকরী পরিষদের এক জরুরি সভা সোমবার (১২ আগস্ট) সন্ধ্যায় মিন্টুস্থ্ নিজ কার্যালয়ে সভাপতি আবদুল খান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের কার্যকরী ও উপদেষ্টা পর্ষদ বাংলাদেশর অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি অস্ট্রেলিয়া থেকে বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে সার্বিক কার্যক্রম গতিশীল রাখার আহ্বান ও অঙ্গীকার করেন।
সভায় সর্বম্মতিক্রমে সিডনিতে আগামী ৩ ও ৪ অক্টোবর দুই দিনব্যাপী আয়োজিত ট্রেড ফেয়ার (অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস এক্সপো সিডনি অস্ট্রেলিয়া ২০২৪) পিছিয়ে আগামী বছর ২০২৫ সালের ২ (বৃহস্পতিবার) ও ৩ অক্টোবর (শুক্রবার) আয়োজনের সিদ্ধান্ত সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়েছে। এছাড়াও আগামী বছরের ১৭ অক্টোবর বিজনেস নাইট করারও সিদ্ধান্ত গৃহীত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top