সিডনী মঙ্গলবার, ১২ই নভেম্বর ২০২৪, ২৭শে কার্তিক ১৪৩১


অস্ট্রেলিয়া সফরে ব্রিটিশ রাজা চার্লস


প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৪ ১২:২০

আপডেট:
২০ অক্টোবর ২০২৪ ১৩:০০

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস গতকাল শনিবার অস্ট্রেলিয়ায় তাঁর নির্ধারিত সফর শুরু করেছেন। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর দেশটির সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা থেকে রাজা চার্লসকে পাঁচ তারকা র‌্যাংক দেওয়া হয়েছে। সফরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে আনুষ্ঠানিক রীতিনীতির অংশ হিসেবে তাঁকে এই মর্যাদা দেওয়া হয়।

১৮ অক্টোবর শুক্রবার রাতে ২০ ঘণ্টার ভ্রমণ শেষে স্ত্রী ক্যামিলাকে সঙ্গে করে অস্ট্রেলিয়ায় পৌঁছান চার্লস। আট মাস আগে ক্যানসার শনাক্ত হয় চার্লসের।

নিয়ম অনুসারে, অস্ট্রেলিয়াসহ সাবেক ব্রিটিশ উপনিবেশ বা কমনওয়েলথভুক্ত আরও ১৪টি দেশের রাজা হলেন চার্লস। অস্ট্রেলিয়া ও সামোয়ায় চার্লসের সফরের মেয়াদ ৯ দিন। গত বছরের মে মাসে রাজা হিসেবে আনুষ্ঠানিকভাবে মুকুট পরার পর এটি চার্লসের প্রথম কোনো গুরুত্বপূর্ণ বিদেশ সফর।

অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা রাজ দম্পতিকে স্বাগত জানান। এর পরপরই অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও তাঁর বাগদত্তার সঙ্গে তাঁদের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজতন্ত্রের প্রতি স্থানীয় সমর্থন জোগাড় করার জন্য ব্রিটিশ রাজার সফরগুলোকে একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে বিবেচনা করা হয়।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রায় এক-তৃতীয়াংশ অস্ট্রেলীয় নাগরিক রাজতন্ত্রের বিলোপ চান। এক-তৃতীয়াংশ অবশ্য রাজতন্ত্র বহাল রাখার পক্ষে। অপর এক-তৃতীয়াংশ এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে।

গতানুগতিক ধারা থেকে রাজার এ সফর কিছুটা ভিন্ন আঙ্গিকে হচ্ছে। রাজার শারীরিক অবস্থার কথা চিন্তা করে স্বাভাবিক রীতিনীতি ও আনুষ্ঠানিকতার অনেকগুলোই বাদ দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডেও সফরে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। তবে সে পরিকল্পনা বাতিল করা হয়েছে। চার্লস ছয় দিন সিডনি ও ক্যানবেরায় থাকবেন। এরপর সামোয়ায় কমনওয়েলথ সম্মেলনে যোগ দেবেন।

চার্লসের সফরসূচি অনুযায়ী, ভোরবেলা ও গভীর রাতে তিনি খুব কম অনুষ্ঠানেই যোগ দেবেন। তিনি সিডনিতে একটি বারবিকিউ আয়োজনে ও শহরের বিখ্যাত অপেরা হাউসে এক অনুষ্ঠানে যোগ দেবেন। এ ছাড়া হাতে গোনা কয়েকটি জমায়েতে অংশ নেবেন তিনি।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top