সিডনী সোমবার, ২০শে মে ২০২৪, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১


অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ৩ জনের মৃত্যু


প্রকাশিত:
১১ নভেম্বর ২০১৯ ২৩:০০

আপডেট:
২০ মে ২০২৪ ২২:৩৫

অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ৩ জনের মৃত্যু

প্রভাত ফেরী ডেস্ক: ভয়াবহ রুপ নিয়েছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের দাবানল। দুই দিন ব্যাপী চলা এই দাবানলে শনিবার তিন জন নিহত হয়েছেন।  দাবানলে ১৫০টির বেশি বাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল, ব্রিজ এবং বিদ্যুৎ ব্যবস্থা। কয়েক হাজার বাসিন্দা নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন।



ভয়াবহ দাবানলের কারণে অস্ট্রেলিয়ার দুই রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটির পূর্বাঞ্চলে জনবহুল এলাকাগুলোতে বিপর্যয়ের আশঙ্কায় কর্তৃপক্ষ জরুরি অবস্থা জারি করেছে।



নিউ সাউথ ওয়েলস এবং কুইন্সল্যান্ডে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে এবং কয়েক হাজার মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। দাবানল ছড়িয়ে পড়ায় গত তিনদিন ধরে সেখানকার পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠেছে।



দমকল বাহিনী জানিয়েছে, দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যে ৭০টি ও কুইন্সল্যান্ডে ৫০টি দাবানল সক্রিয় আছে।  রাজ্যটির বেশ কয়েকটি এলাকার বাসিন্দা তাদের বাড়িতে আটকে পড়েছেন। কিন্তু দাবানলের আগুনের তীব্রতা বাড়ার ফলে আটকে পড়াদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে এক হাজার দমকল সদস্য কাজ করছেন। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের সাহায্যে পানি ছিটানো হচ্ছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top