সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


বড়দিনে অস্ট্রেলিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীদের দীর্ঘ কারাদণ্ড


প্রকাশিত:
১ ডিসেম্বর ২০১৯ ০৫:০৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৭:৪৩

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০১৬ সালে বড়দিনে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীদের দীর্ঘ কারাদণ্ড দিয়েছে সুপ্রিম কোর্ট। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য ভিত্তিক জিহাদি সংগঠন ইসলামিক স্টেট দ্বারা অনুপ্রাণিত হয়ে হামলা চালানোর পরিকল্পনা করার দায় স্বীকার করেছে তিন জঙ্গি। রায় দেয়ার সময় সুপ্রিম কোর্টের বিচারক ক্রিস্টোফার বেল বলেন, সাজাপ্রাপ্ত তিন জঙ্গি  বিশ্বাস করে যে, তাদের পরিকল্পিত ওই হামলা আল্লাহকে সন্তুষ্ট করবে। 

সাজাপ্রাপ্ত জঙ্গীরা হলো হামজা আব্বাস, আহমেদ মোহাম্মদ এবং আব্দুল্লাহ চারানি। আব্দুল্লাহ চারানির  বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় আরো একটি হামলা চালানোর অভিযোগ থাকায় তাকে ৩৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া হামজা আব্বাসকে ২২ এবং আহমেদ মোহাম্মদকে ২৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা রায়ের বিরুদ্ধে আপিল করবে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের আইনজীবীদের সঙ্গে কথা বলার চেষ্টা করে ব্যর্থ হয় রয়টার্স।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top