সিডনী মঙ্গলবার, ১৯শে মার্চ ২০২৪, ৫ই চৈত্র ১৪৩০


অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ফের প্রাণ গেলো আরও ২ জনের


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২০ ০৬:৩৫

আপডেট:
২ জানুয়ারী ২০২০ ০০:০৪

ছবি: গার্ডিয়ান থেকে

প্রভাত ফেরী ডেস্ক: অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে আরও দু'জনের মৃত্যু হয়েছে। দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কায় আশ্রয়ের জন্য উপকূলের দিকে পালাচ্ছে হাজার হাজার মানুষ।

মঙ্গলবার সকালে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মাল্লাকোটা উপকূলীয় শহরের দিকে এগিয়ে আসা দাবানলের আতঙ্কে বাড়ি-ঘর ছাড়তে শুরু করেন সেখানকার লোকজন। স্থানীয় বাসিন্দারা বলছেন, রক্তাক্ত আকাশের নিচে উপকূলে তাঁবু বানিয়ে বসবাসের অভিজ্ঞতা সত্যিই ভয়ানক।

নতুনভাবে ভিক্টোরিয়া রাজ্যের প্রায় ১০০ একর তৃণভূমিতে দাবানল ছড়িয়ে পড়ায় জারি করা হয় জরুরি অবস্থা। এর আওতায় পড়েছে দুটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

জ্বলছে সাধারণ মানুষের খামারবাড়ি, আবাদি জমি। আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টারের মাধ্যমে ছড়ানো হচ্ছে পানি ও বালু।

এদিকে, নিউ সাউথ ওয়েলসে বাতাসের তীব্রতায় হঠাৎ ছড়িয়েছে দাবানল। যাতে প্রাণ হারিয়েছেন এক ফায়ার সার্ভিসকর্মী। আরও দু’জনের অবস্থা সংকটাপন্ন।

চলতি মৌসুমে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৭ ডিগ্রি সেলসিয়াস। দাবানলে প্রাণ গেছে ১০ জনের; পুড়ে ছাই এক হাজার ঘরবাড়ি। আগুনে ক্ষতিগ্রস্ত কমপক্ষে ৭৪ লাখ একর বনভূমি।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top