সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


ভারতকে হারিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পঞ্চম শিরোপা অস্ট্রেলিয়ার


প্রকাশিত:
৯ মার্চ ২০২০ ০০:০৯

আপডেট:
১০ মার্চ ২০২০ ০৩:২৯

ছবি: আইসিসির ওয়েবসাইট থেকে সংগৃহীত

প্রভাত ফেরী: নিজেদের ঘরের মাঠে ভারতীয় নারী ক্রিকেট দলকে পাত্তাই দিল না অস্ট্রেলিয়া।  আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পঞ্চমবারের মতো শিরোপা জিতল অস্ট্রেলিয়া। বিশ্বকাপের সপ্তম আসরের ভারতকে ৮৫ রানে হারিয়েছে অজিরা। সাত আসরের মধ্যে এই ষষ্ঠবারের মতো ফাইনাল খেললো অস্ট্রেলিয়া। অন্যদিকে, ভারত এই প্রথমবার ফাইনালে উঠেছিল।

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সাত আসরের মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। বাকি দুইবার শিরোপা গেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ঘরে।

একপেশে ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্রেফ উড়ে গিয়েছে ভারতীয় নারী ক্রিকেট দল। আগে ব্যাট করে ১৮৪ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করিয়েছিল স্বাগতিকরা। জবাবে ভারতীয়রা অলআউট হয়েছে মাত্র ৯৯ রানে।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। আসরের অন্যতম মারকুটে ব্যাটার শেফালি ভার্মা সাজঘরে ফেরেন ইনিংসের তৃতীয় বলে, মাত্র ২ রান করে। ভারতের পতনের শুরুটাও ঠিক সেখান থেকেই।

বোলিংয়েও শুরুটা ভাল হয়নি ভারতের। প্রথম ওভারে অস্ট্রেলিয়া তুলেছিল ১৪ রান। তার মধ্যে তিনটি চার। দীপ্তি শর্মার সেই ওভারে অবশ্য পড়ল ক্যাচও। সেই দাপটেই পাওয়ারপ্লের ছয় ওভারে হোমটিম বিনা উইকেটে তুলে ৪৯। যা ১০ ওভারে দাঁড়ায় বিনা উইকেটে ৯১।

পরের ওভারে ওঠে ২৩ রান। পেসার শিখা পাণ্ডেকে পরপর তিন ছক্কা মারেন অ্যালিসা হিলি। যিনি আগেই ৩০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। শেষ পর্যন্ত ৩৯ বলে ৭৫ করেন অ্যালিসা। যাতে ছিল সাতটা চার ও পাঁচটি ছয়। রাধা যাদবের বলে ক্যাচ দিয়ে ফিরেছিলেন মিচেল স্টার্কের স্ত্রী।

এরপর অজি অধিনায়ক মেগ ল্যানিং ফিরেছিলেন ১৬ রানে। দীপ্তি শর্মার বলে শিখা পাণ্ডেকে ক্যাচ দিয়েছিলেন তিনি। তিন বল পরেই ফের উইকেট নিয়েছিলেন দীপ্তি শর্মা। তাঁকে মারতে গিয়ে তানিয়া ভাটিয়ার হাতে স্টাম্পড হয়েছিলেন গার্ডনার (২)। এরপর ফেরেন হেনেস (৪)। লেগস্পিনার পুনম যাদবের বলে বোল্ড হন তিনি। ৫৪ বলে ৭৮ করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন বেথ মুনি। তাঁর ইনিংসে ছিল ১০টি চার। নিকোলা ক্যারি অপরাজিত ছিলেন ৫ রানে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top