সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১


করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে অস্ট্রেলিয়ায় সারা দেশে শাটডাউন


প্রকাশিত:
২৩ মার্চ ২০২০ ০১:৩৪

আপডেট:
২৩ মার্চ ২০২০ ১৭:০৩

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন  (ফাইল ছবি)

প্রভাত ফেরী: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সারা দেশে শাটডাউন জারি করেছে অস্ট্রেলিয়া সরকার। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দিয়েছেন। ঘোষণা অনুসারে, সোমবার দুপুর থেকে বার, ক্লাব, জিমনেসিয়াম ও প্রার্থনালয় বন্ধ থাকবে। রেস্তোরাঁ ও ক্যাফে খোলা থাকলেও শুধু খাবার কেনা যাবে, তবে সেখানে খাওয়া যাবে না।

রবিবার অস্ট্রেলীয় মন্ত্রিপরিষদের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে ঘোষণাতে জানিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। দেশটিতে গত কয়েক দিনে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে শুরু করেছে। রবিবার পর্যন্ত অস্ট্রেলিয়ায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩১৫ জনে পৌঁছেছে। এরমধ্যে এ ভাইরাসে মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা নিউ সাউথ ওয়েলসে। এখাতে ৫৩৩ জন আক্রান্ত হয়েছেন। রাজধানী মেলবোর্নে আক্রান্ত হয়েছেন ২৯৬ ও কুইন্সল্যান্ডে ২৫৯ জন।

শাটডাউনের ফলে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সুপারমার্কেট, পেট্রোল পাম্প, ফার্মেসি ও হোম ডেলিভারি সেবা চালু থাকবে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি চেয়েছিলেন স্কুল খোলা রাখতে কিন্তু অভিভাবকরা চাইলে সন্তানদের বাসায় রাখতে পারবেন। তিনি বলেন, আমি চাই না আমাদের সন্তানদের শিক্ষা জীবন থেকে একটি বছর হারিয়ে যাক। জনগণ নির্দেশনা না মানায় শাটডাউন জারি করা হয়েছে। কিন্তু আমরা জনগণকে লকডাউন ও নিজ ঘরে অবরুদ্ধ করছি না। ইতিমধ্যে ভিক্টোরিয়াসহ কয়েকটি রাজ্য স্কুল বন্ধ ঘোষণা করার ইঙ্গিত দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top