সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


নিষেধাজ্ঞা অমান্য করায় জরিমানা, নিউ সাউথ ওয়েলসের শিল্পকলামন্ত্রী ডন হারউইনের পদত্যাগ


প্রকাশিত:
১১ এপ্রিল ২০২০ ২২:২১

আপডেট:
১২ এপ্রিল ২০২০ ২০:২৩

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের শিল্পকলামন্ত্রী ডন হারউইন

প্রভাত ফেরী: করোনাভাইরাসের কারণে জনসমাগম ও মানুষের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া সরকার। কিন্তু দেশজুড়ে জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে জরিমানার মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের শিল্পকলামন্ত্রী ডন হারউইন। জরিমানার পর শুক্রবার তিনি পদত্যাগও করেছেন।

ডন হারউইন গত কয়েক সপ্তাহ ধরে তাঁর সিডনির শহরতলির বাড়ি থেকে অবকাশকালীন বাড়িতে অপ্রয়োজনীয় যাতায়াত করেছেন বলে প্রমাণসহ অভিযোগ তোলে দেশটির পুলিশ। বৃহস্পতিবার ওই অভিযোগের সূত্র ধরেই তাঁকে ১ হাজার ডলার জরিমানা করা হয়। এরপর অবশ্য তিনি ক্ষমা চেয়ে সিডনির বাড়িতে ফিরে আসেন।

জানা যায়, নিউ সাউথ ওয়েলস রাজ্যে শিল্পকলা বিষয়ক মন্ত্রী হারউইনের বাড়ি সিডনিতে। তার বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে তিনি তার বাড়ি থেকে প্রায় ১ ঘণ্টা দূরত্বের সেন্ট্রাল কোস্টে নিজের অবকাশকালীন বাড়িতে অপ্রয়োজনীয় যাতায়াত এবং অদূরের শপিং সেন্টারে কেনাকাটা করেছেন।

বৃহস্পতিবার অপ্রয়োজনীয় এই ভ্রমণ সংক্রান্ত সকল প্রমাণ প্রকাশিত হলে হারউইনকে ১ হাজার ডলার জরিমানা করে রাজ্য পুলিশ। জরিমানা গুণে ক্ষমা চেয়ে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গতকাল রাজ্যের প্রিমিয়ার শিল্পকলা বিষয়ক মন্ত্রীর এমন কর্মকাণ্ডের জন্য রাজ্যবাসীর কাছে ক্ষমা চান। অভিযোগ প্রমাণিত হওয়ায় শুক্রবার ডন হারউইন আবারও দুঃখ প্রকাশ করেন। এরপর তিনি পদত্যাগের ঘোষণা দেন। নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ডন হারউইনের পদত্যাগপত্র গ্রহণ করে বলেছেন, এমন কাজের জন্য মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করাটাই যথাযথ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top