সিডনী মঙ্গলবার, ৭ই মে ২০২৪, ২৪শে বৈশাখ ১৪৩১

দেশে ৪২ শতাংশ মানুষ এখন দরিদ্র


প্রকাশিত:
১২ নভেম্বর ২০২১ ২৩:০০

আপডেট:
৭ মে ২০২৪ ১৯:৫২

 

করোনার প্রভাবে দারিদ্র্যের কারণে মানুষ খাদ্যবহির্ভূত ব্যয় কমিয়ে দিয়েছে। পাশাপাশি অনেকে সঞ্চয় ভেঙে খেয়েছেন, ঋণ নিয়েছেন, খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছেন। ফলে দেশে কোভিড পরিস্থিতিতে নতুন করে ১৯ দশমিক পাঁচ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে চলে গেছে। যা চলতি বছরের মার্চে করা জরিপের ফলের তুলনায় ৫ শতাংশ বেশি।

পিপিআরসি এবং ব্র্যাক নতুন জরিপের ফল তুলে ধরে জানিয়েছে, চলতি বছরের আগস্টে শহুরে বস্তিবাসীর আয় ১৮ এবং গ্রামবাসীর আয় ১৫ শতাংশ পর্যন্ত কমে বৃহস্পতিবার এক ওয়েবিনারে গবেষণা ফলাফল তুলে ধরেন ব্র্যাকের বিআইজিডির নির্বাহী পরিচালক ডক্টর ইমরান মতিন।

এসময় সরকারের সামাজিক নিরাপত্তা খাতের বাজেট বাড়ানোসহ স্বাস্থ্য, শিক্ষা ও যাতায়াত এবং দৈনন্দিন জীবনের ব্যয় বেড়ে যাওয়ার কথা বিবেচনায় রেখে নীতিমালা তৈরির পরামর্শ দেন পিপিআরসির নির্বাহী পরিচালক ডক্টর হোসেন জিল্লুর রহমান। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top