সিডনী রবিবার, ৮ই সেপ্টেম্বর ২০২৪, ২৪শে ভাদ্র ১৪৩১

ইইউভুক্ত দেশগুলোর বিশ্বব্যাপী গম রফতানি কমেছে


প্রকাশিত:
৩১ মে ২০২৪ ১৫:৪৯

আপডেট:
৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:১১


ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে চলতি ২০২৩-২৪ বিপণন বর্ষে (জুলাই-জুন) বিশ্বব্যাপী প্রোটিনসমৃদ্ধ গম (সফট হুইট) রফতানি আগের সময়ের তুলনায় কমেছে। গত বছরের ১ জুলাই চলতি মৌসুম শুরু হওয়ার পর চলতি বছরের ২৬ মে পর্যন্ত এ দেশগুলো বিশ্বব্যাপী মোট ২ কোটি ৭৮ লাখ টন গম রফতানি করেছে, যা গত বিপণন বর্ষের একই সময়ের তুলনায় ৪ শতাংশ কম। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউরোপিয়ান কমিশন (ইসি)। বিজনেস রেকর্ডার।


এর আগে ২০২২-২৩ বিপণন বর্ষের জুলাইয়ের শুরু থেকে ২৬ মে পর্যন্ত ইইউভুক্ত দেশগুলোর বিশ্বব্যাপী প্রোটিনসমৃদ্ধ গম রফতানির পরিমাণ ছিল ২ কোটি ৯০ লাখ টন।

ইইউভুক্ত দেশগুলো চলতি বিপণন বর্ষের ২৬ মে পর্যন্ত বার্লি রফতানি করেছে ৫৩ লাখ টন, যা গত বিপণন বর্ষের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ কম। ২০২২-২৩ বিপণন বর্ষে ইইউভুক্ত দেশগুলো ৬২ লাখ টন বার্লি রফতানি করেছিল।

ইসির প্রতিবেদন অনুসারে, ইইউভুক্ত দেশগুলো এ সময় ভুট্টা আমদানি করেছে ১ কোটি ৬৭ টন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ কম। ২০২২-২৩ বিপণন বর্ষের জুলাই থেকে ২৬ মে পর্যন্ত এ দেশগুলো মোট ২ কোটি ৪৯ লাখ টন ভুট্টা আমদানি করেছিল।

ইইউ সমষ্টিগতভাবে বিশ্বের অন্যতম বৃহত্তম গম ও বার্লি রফতানিকারক। অন্যদিকে এ দেশগুলো ভুট্টা ও তেলবীজ জাতীয় শস্যগুলো সবচেয়ে বেশি আমদানি করে।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top