মার্কিন নির্বাচনের প্রভাবে বিশ্বব্যাপী ঊর্ধ্বমুখী শেয়ারবাজার
প্রকাশিত:
৬ নভেম্বর ২০২৪ ১৩:৪৩
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ১৫:০৫
মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল ঘোষণার দিনে ঊর্ধ্বমুখী বিশ্বের শেয়ারবাজার। বুধবার (৬ নভেম্বর) সকালে এশিয়ার প্রধান সূচকগুলো বেশিরভাগই ঊর্ধ্বমুখী ছিল, অন্যদিকে মার্কিন ডলারও বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নির্বাচনের ফলাফল বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে এশিয়ার ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে। বিনিয়োগকারীরা মার্কিন নির্বাচনের ফলাফলের জন্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছেন।
জাপানে বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ স্টক সূচক ১ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যেখানে অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ স্টক সূচক ১ শতাংশ বেশি। তবে হংকংয়ের হ্যাং সেং স্টক সূচক ১ শতাংশেরও বেশি নিচে ছিল। আর মূল ভূখণ্ড চীনে সাংহাই কম্পোজিট সূচক প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে।
এদিকে, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ, এসঅ্যান্ডপি ৫০০ এবং নাসডাকের সকল স্টক সূচক ১ শতাংশেরও বেশি বেড়েছে। ইউরো, পাউন্ড এবং জাপানি ইয়েনসহ অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে।
বিনিয়োগ সংস্থা কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, 'আজ আমরা বিশ্ব বাজারজুড়ে কিছু ওঠানামা দেখতে পাচ্ছি, বিশেষ করে মার্কিন ডলার এবং চীনা স্টকগুলো প্রধান উদাহরণ।'
এদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এরইমধ্যে অঙ্গরাজ্যগুলো থেকে ফলাফল আসতে শুরু করেছে। বাংলাদেশ সময় বুধবার (৬ নভেম্বর) বেলা সোয়া ১২টা পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৭ এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ২১৪ ইলেক্টোরাল ভোট পেয়েছেন।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: