সিডনী বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০


করোনামুক্ত পরিবেশে নিউজিল্যান্ডের পালমারস্টোন নর্থে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা


প্রকাশিত:
১৬ জুলাই ২০২০ ২১:২৫

আপডেট:
৮ ডিসেম্বর ২০২০ ২২:৪৬

 

রিপোর্টঃ মু: মাহবুবুর রহমান, নিউজিল্যান্ড থেকে

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিউজিল্যান্ডের ছোট শহর পালমারস্টোন নর্থে অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা । করোনা পরবর্তী সময়ে গত ৪ ঠা জুলাই (শনিবার) সন্ধ্যার পরে আয়োজিত পুনর্মিলনীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন প্রায় অর্ধশত বাংলাদেশি। স্থানীয় একটি মোটেলে অনুষ্ঠিত হয় এ মিলন মেলা। 

নিউজিল্যান্ড দেশটি দুই ভাগে বিভক্ত - উত্তর ও দক্ষিন আইল্যান্ড। আর নিউজিল্যান্ড যে, প্রশান্ত মহাসাগরের একটি আইল্যান্ড বা দ্বীপ সেটা তো আমরা সবাই জানি। উত্তর আইল্যান্ডের একটি ছোট শহর পালমারস্টোন নর্থ। অনেকে অবশ্য এ শহরকে সংক্ষেপে পালমি বলেও ডাকেন ।  নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের উত্তরে এ শহরের অবস্থান । এ শহরকে সবাই চেনে অবশ্য মেসি ইউনিভার্সিটির কারণে। 

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তীকালে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী লর্ড পালমারস্টোনের (১৭৮৪ – ১৮৬৫) নামানুসারে এ শহরের নামকরণ করা হয়েছে।  নিউজিল্যান্ডের দক্ষিন আইল্যান্ডে পালমারস্টোন নামে আরেকটি শহর থাকায় উত্তরের টিকে পালমারস্টোন নর্থ নামে ডাকা হয়। পালমারস্টোন নর্থের আয়তন প্রায় ৩৯৫ বর্গ কিলোমিটার (বাংলাদেশের ঢাকা শহরের সমান) তবে লোকসংখ্যা মাত্র ৮০,০০০ (আশি হাজার)। 

করোনা ভাইরাসের কারণে লক ডাউনে বন্দি ছিল সবাই। ৮ ই জুন  নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডর্ন নিউজিল্যান্ডকে করোনা মুক্ত ঘোষণা করার পর পালমারস্টোন নর্থের সব বাংলাদেশিরই ইচ্ছা ছিল একত্রিত হবার। শেষ পর্যন্ত আমাদের সবার প্রিয় মেসি ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর আখতারুজ্জামানের উদ্যোগে অনুষ্ঠিত হলো এ মিলন মেলার।

করোনা পরবর্তী সময়ে আয়োজিত এ মিলন মেলায় প্রবাসী বাংলাদেশিরা একে অপরকে কাছে পেয়ে মেতে ওঠেন সুখ-দুঃখের আলাপনে। শিশু-কিশোরদের বাঁধভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশিদের এমন উপস্থিতিতে  মনে হচ্ছিল যেন প্রবাসের বুকে পালমারস্টোন নর্থের ছোট্ট এক টুকরো বাংলাদেশ। 

অনুষ্ঠানে খাবারের আয়োজনে ছিল বাঙালি সংস্কৃতির ছাপ। বিশেষ করে ভাবীদের আনা ডেসার্ট কিংবা মিষ্টি আইটেমে ছিল দেশীয় খাবারের স্বাদ। আর অনুষ্ঠানের শেষ অংশে ছিল সংগীতায়োজন। 

 

এই লেখকের অন্যান্য লেখা



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top