সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


রেমিয়েন্স অস্ট্রেলিয়া স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২২ (ক্যারাম পর্ব) : সালেহ আহমেদ জামী


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২২ ০২:০৬

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৫:২৪

 

২১ আগস্ট ২০২২ সিডনি মহানগরীর BD Hub Minto তে অনুষ্ঠিত হয়ে গেল রেমিয়ানস পরিবারের ক্যারম প্রতিযোগিতা।



সকাল ১১টায় শুরু হয়ে প্রতিযোগিতার নামে আসলে চলল উৎসব সন্ধ্যা ৬টা পর্যন্ত।



কেন উৎসব বলছি? কারণ যেই আনন্দমুখর পরিবেশে খেলাগুলি সম্পন্ন হলো তা উৎসবকেও হার মানায়। রেমিয়ান পরিবারগুলির একসাথে কোথাও জড়ো হওয়া মানেই যেন এখন উৎসবের প্রতিশব্দে পরিণত হয়ে যাচ্ছে।


হৃদয় উজাড় করা আন্তরিকতা, প্রাণখোলা হা হা হি হি হাসি আর সেয়ানে সেয়ানে লড়াই থাকলেও ভাতৃত্বের বন্ধন ছিল অটুট।


অনেকেই স্বল্প পরিচয় থেকে দলগতভাবে অংশগ্রহণ করে দিনটিকে করলো স্মরণীয় বহুদিক থেকে। শেষতক একটা চ্যাম্পিয়ন দল ও একটি রানার্স আপ দল থাকলেও সব খেলোয়াড়েরাই আসলে মন জয় করে নিয়েছে রেমিয়ানস অস্ট্রেলিয়ার। আশাবাদী মনের পালে হাওয়া লেগেছে।



চিন্তায় পড়ে গেছে ব্যবস্থাপক দল কি করে বারবার এমন আয়োজন পরিবারটিকে উপহার দেওয়া যায়। এই আনন্দ পয়সা দিয়ে কেনা অসম্ভব। বিশেষতঃ বিদেশ বিঁভুয়ে। আমি হলফ করেই তা বলতে পারি।

কি হয়নি আজ? নারী-পুরুষ-শিশুদের কোলাহলে BD Hub কে মনে করিয়ে দিচ্ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কমন রুমের স্মৃতি।


আমাদের সেই আঁতুর ঘরেই হাতে-খড়ি হয়েছিল ক্যারম খেলার।

নবীন ও মধ্য-বয়েসী একদল চিরতরুণ রেমিয়ান আবারও প্রমাণ করলো তারা কেন ব্যতিক্রম।

সর্বমোট ২৬জন পুরুষ ও ৮জন মহিলা উপস্থিত ছিল দিনভর। সাথে আমাদের সন্তানেরা।



শিশুদের চিত্রাঙ্কন চলছিল এক পাশে সৈয়দ আফজা সূচীর পরিচালনায়।

শিশু-কিশোররা মেতে উঠেছিল নির্মল আনন্দে। সূর্য ডোবার পর সাঙ্গ হলো উৎসব। আমরা পেলাম নতুন বিজয়ী ক্যারম খেলোয়াড়।

নারীদের শাখায় চ্যাম্পিয়ন জুটি: হোসনে সাফিনা নিপা ও আজিজা আফরোজ ইয়াংকা
নারীদের শাখায় রানার্স আপ জুটি: নিশাত তাব্বাসুম নিসা ও ইফফাত জাহান এ্যানি

রেমিয়ানদের চ্যাম্পিয়ন জুটি: সাব্বির আহমেদ ও সালাউদ্দিন শাহারিয়ার
রেমিয়ানদের রানার্স আপ: মাজহারুল ইসলাম মুন ও জাহিদুর রহমান সুবীন

সৈয়দ নাজমুস সাকিব ও নূরে জান্নাত নাঈমের ব্যবস্থাপনায় আমরা পেলাম পরিচ্ছন্ন একটি প্রহর। সার্বিক সহযোগিতায় ছিল রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস কমিটি। মুনীর, শোয়েব, বক্কর, কৌশিক, অলিন, রাইয়ান, রনি, ছোটন, তোদের পরিশ্রমের কাছে রেমিয়ানস অস্ট্রেলিয়া ঋণী। আপ্যায়নে ছিল সিডনির প্রখ্যাত ক্যাটারর রাসেলস ডিলাইট। রেমিয়ান রাসেল ভাই ও ইতি ভাবীকে অশেষ ধন্যবাদ মজাদার খাবার পরিবেশন করায়।

রেমিয়ানদের জয় হোক!


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top