সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


টেবিল টেনিস পর্ব ও রেমিয়ানস Wi-Fi পিঠা পার্বণঃ


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২২ ০২:২৩

আপডেট:
৩০ আগস্ট ২০২২ ১৭:০০

 

২৮ আগস্ট ২০২২ রবিবার রেমিয়ানস অস্ট্রেলিয়ার ইতিহাসে অনন্য একটি দিন হয়ে রইবে। গৌরবের রীলে রেসের ব্যাটন তার হাতবদল করতে শুরু করেছে। নতুনের আগমনী গান আর লহরীতে স্পন্দিত হয়েছে রেমিয়ানস অস্ট্রেলিয়ার খেলাধূলার আঙিনা।

রেমিয়ানদের উল্লাসে উৎসবে মেতে উঠেছিল সিডনি মহানগরীর BD Hub।

আজ ছিল রেমিয়ানস পরিবারের টেবিল টেনিস প্রতিযোগিতা। সকাল ১১টায় শুরু হয়ে প্রতিযোগিতার নামে আসলে চলল উৎসব সন্ধ্যা ৫টা পর্যন্ত।

বাড়তি সংযোজন আমাদের সহধর্মিণীদের পিঠা ও নানান রকমের বাহারি খাবারের ঢল। খেলা আর কেবল খেলা রইলো না! হয়ে গেল এক মহা-মিলনমেলা আর আনন্দমুখর উৎসব।


কারণ যেই আনন্দমুখর পরিবেশে খেলাগুলি সম্পন্ন হলো তা উৎসবকেও হার মানায়। উদরপূর্তি করে রেমিয়ানরা যেমন খেয়েছে তেমনি জমজমাট খেলাও উপভোগ করেছে। ইদানিং পরিবারগুলির একসাথে কোথাও জড়ো হওয়া মানেই যেন উৎসবে পরিণত হওয়া!

সেয়ানে সেয়ানে লড়াই থাকলেও ভাতৃত্বের বন্ধন ছিল অটুট। অনেকেই স্বল্প পরিচয় থেকে দিনটি উদযাপন এক অনন্য অর্জন হিসাবে। আমরা ৪০ উর্ধোরা জানলাম গৌরবের নতুন বসন্ত এসে গেছে।

পরাজিত চোখগুলিতে বিস্ময় আর যে প্রত্যয় দেখলাম তাতে আগামীতে টেবিল টেনিস সিঙ্গেলস হবে দুর্দান্ত এক টুর্নামেন্ট। সিডনির সাউথ ওয়েস্ট আর ইনার ওয়েস্ট এখন গরম হয়ে উঠবে টেবিল টেনিসের অনুশীলনে।

শেষতক একজন চ্যাম্পিয়ন ও একজন রানার্স আপ হলেও সব খেলোয়াড়েরাই আসলে মন জয় করে নিয়েছে রেমিয়ানস অস্ট্রেলিয়ার। আশাবাদী মনের পালে হাওয়া লেগেছে।

চিন্তায় পড়ে গেছে ব্যবস্থাপক দল কি করে বারবার এমন আয়োজন পরিবারটিকে উপহার দেওয়া যায়।
এই আনন্দ পয়সা দিয়ে কেনা অসম্ভব। বিশেষতঃ বিদেশ বিঁভুয়ে। আমি হলফ করেই তা বলতে পারি।
প্রেসিডেন্ট হালিম চৌধুরী ও ভাইস প্রেসিডেন্ট সোলায়মান আশরাফী দেওয়ান দানি উপস্থিত হয়ে সকলকে উৎসাহিত করেন। Remians Wi-Fi Food Festival এর মজাদার সব খাবার সবাই পেট পুড়ে খেয়েছে আবার অনেকে বাসায়ও নিয়ে গিয়েছেন। আয়োজন থাকা সত্ত্বেও মুড়ি মাখা খাওয়াতে পারি নাই জন্য লজ্জিত। নারী-পুরুষ-শিশুদের কোলাহলে BD Hub কে মনে করিয়ে দিচ্ছিল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের কমন রুমের স্মৃতি। আমাদের সেই আঁতুর ঘরেই হাতে-খড়ি হয়েছিল টেবিল টেনিস খেলার। নবীন ও মধ্য-বয়েসী একদল চিরতরুণ রেমিয়ান আবারও প্রমাণ করলো তারা কেন ব্যতিক্রম। সর্বমোট ২৮ জন পুরুষ ও ১৬ জন মহিলা উপস্থিত ছিল দিনভর। সাথে আমাদের সন্তানেরা। সূর্য ডোবার কিছু আগে সাঙ্গ হলো উৎসব। আমরা পেলাম নতুন বিজয়ী টেবিল টেনিস খেলোয়াড়।
রেমিয়ানদের চ্যাম্পিয়ন : দেওয়ান ফারহাত জামী
রেমিয়ানদের রানার্স আপ : কৌশিক আহমেদ
শিশুদের শাখায় চ্যাম্পিয়ন : সাদাকাত আহমেদ জামী
শিশুদের শাখায় রানার্স আপ : শেখ রেদোয়ানুল আরকাম
সৈয়দ নাজমুস সাকিবের ব্যবস্থাপনায় আমরা পেলাম পরিচ্ছন্ন একটি প্রহর। সার্বিক সহযোগিতায় ছিল রেমিয়ানস অস্ট্রেলিয়ার স্পোর্টস কমিটি। কিন্তু খেলা শুরুর প্রাক্কালে সাব্বির আর শহীদের অক্লান্ত পরিশ্রম আমাকে কৃতজ্ঞ ও নতজানু করেছে। তোদের পরিশ্রমের কাছে রেমিয়ানস অস্ট্রেলিয়া ঋণী।
Our Better Halves Team has done a marvellous job to make the day memorable.
রেমিয়ানদের জয় হোক!

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top