সিডনী সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১


চুয়েটিয়ান অস্ট্রেলিয়া ইনকর্পোরেশনের পুনর্মিলনী ২০২২ সমাপ্ত


প্রকাশিত:
১ সেপ্টেম্বর ২০২২ ০১:১৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১১:১০

 

চুয়েটিয়ান অস্ট্রেলিয়া ইনকর্পোরেশনের (CUET Alumni Association in Australia) বার্ষিক পুনর্মিলনী 2022 (CUETians in Australia Reunion 2022) 27শে আগস্ট গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টার, Ingleburn NSW 2565, অস্ট্রেলিয়াতে আয়োজন করেছে। অস্ট্রেলিয়া রিইউনিয়ন 2022-এর CUETians উদ্বোধন ও সভাপতিত্ব করেন এর সভাপতি ড. এম. নেওয়াজ শেখ এবং পরিচালনা করেন এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবুল হোসেন। প্রায় 200 কুয়েটিনা, তাদের পরিবার এবং অতিথিরা পুনর্মিলনীতে অংশ নিয়েছিলেন। পুনর্মিলন একটি মহান সাফল্য ছিল. গুরুত্বপূর্ণভাবে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য প্রফেসর মোহাম্মদ রফিকুল আলম উপস্থিতদের চুয়েটের বর্তমান অগ্রগতি সম্পর্কে অবহিত করেন এবং অস্ট্রেলিয়ায় চুয়েটবাসীদের জন্য সর্বাত্মক মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল মতিন, আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ড. এএইচএম কামরুজ্জামান, রিওসার সভাপতি ইঞ্জিনিয়ার সিদ্দিক রহমান এবং টেলিউসের প্রতিষ্ঠাতা ও সিইও ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর আলম। ইঞ্জিনিয়ারিং এডুকেশন অস্ট্রেলিয়ার জনাব ডেভিড ট্রটও লাইভ ভার্চুয়াল সেশনের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েকজন পেশাদার গায়ক দর্শকদের মনোরঞ্জন করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল জনপ্রিয় বাংলাদেশী রক ব্যান্ড সোলস-এর প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর আবদুল্লাহ আল মামুনের পরিবেশনা।

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top